'তালেবানরা আমার ভাই'
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট তালেবানদের ‘ভাই’ বলে সম্বোধন করেছেন। বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ক্ষমতায় থাকার সময় তালেবানদের ‘ভাই’ বলে সম্বোধন করেছি বলেও তিনি উল্লেখ করেন।
শুধু তালেবান কেন? সব আফগানিস্তানি আমার ‘ভাই’ উল্লেখ করে কারজাই বলেন, ‘আমরা সবাই এক জাতি। তালেবান নির্মূলের নামে বিদেশিরা আফগানিস্তানে বোমা হামলা চালিয়েছে। তখন আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা একসঙ্গে ভুগেছি। আমাদের শিশুরা মারা গেছে, বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। পরিবার ভেঙে গেছে। আমরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। সর্বোপরি যা দাঁড়ায় তা হলো, আফাগানিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ছিল আফগানিস্তানের ভোগান্তি।
কারজাই বলেন, আমরা আফগানিস্তানের সন্তান। দেশকে আরও বেশি বাসোপযোগী করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের দেশ ছেড়ে চলে গেলে চলবে না। যারা দেশ ছেড়েছেন তাদের উচিত ফিরে আসা। সবাইকে একত্রিত হতে হবে।
কবে নাগাদ মেয়েরা স্কুল কলেজে ফিরতে পারবে? এ প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, তালেবানদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আমার আলোচনা হয়েছে। মেয়েদের স্কুলে ফিরে আসার ব্যাপারে তারা একমত। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয় এবং কাজে ফিরে আসার বিষয়েও তাদের সমর্থন রয়েছে। তবে আমি তাদের বলেছি, এটা এখনই করতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে জো বাইডেনের উদ্দেশ্যে হামিদ কারজাই বলেন, তারা আফগানিস্তানের জনগণকে সহায়তা দিক। আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর উচিত আফগানিস্তান পুনর্গঠনে সহায়তা দেওয়া। আফগানিস্তানের যে ক্ষত হয়েছে সেটা সারতে তাদের সহায়তা করা প্রয়োজন। আরও বেশি সমৃদ্ধশালী আফগানিস্তান গড়তে তাদের অবশ্যই তালেবানদের সঙ্গে কাজ করা উচিত।
কেএফ/এসএ/