ইউক্রেনে প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করবে নেটো-ভুক্ত দেশ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করার পর ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করবে নেটোভুক্ত দেশগুলো।
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমা নেটোভুক্ত দেশগুলোর কাছে অনুরোধ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইউক্রেনের নেটো-নেতৃত্বাধীন মিত্ররা ঘোষণা করেছেন যে কিয়েভকে তারা উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করবে। যারা অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, এবং নেদারল্যান্ডস। এই দেশগুলো ক্ষেপণাস্ত্র এবং রাডার পাঠাবে।
ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে ইউক্রেনের ৫০টি মিত্র দেশের বৈঠক থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। কিয়েভ এই সম্মেলনকে প্রশংসা করে বলেছে এটি
‘ঐতিহাসিক’। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।
সংবাদমাধ্যম বিবিসি আরও জানায়, ইউক্রেন বলছে, সোমবার এবং মঙ্গলবার রাশিয়া একশটির বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং অনেক ড্রোন ব্যবহার করেছে। তাদের হামলার লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য বেসামরিক স্থান।
এদিকে, প্রথম দিনের হামলায় অন্তত ১৯জন নিহত হয়েছে। এই হামলার ফলে ইউক্রেনের বেশ কিছু শহরে ব্যাপকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পানির সরবরাহে বিঘ্ন ঘটে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই ক্ষেপণাস্ত্র আক্রমণ ছিল কার্চ সেতুর হামলার বদলা। এই সেতুটি রাশিয়া এবং ক্রিমিয়াকে যুক্ত করেছে, যেই ক্রাইমিয়াকে মস্কো ২০১৪ সালের নিজেদের অন্তর্ভুক্ত করে।
সংবাদে বলা হয়, যুক্তরাজ্য ইউক্রেনকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে এবং একই সঙ্গে কয়েকশ ড্রোন দেবে যাতে করে ইউক্রেন তথ্য সংগ্রহ করতে পারে এবং কারিগরী সক্ষমতা বাড়াতে পারে।
তারা আরও ১৮ টি হাউইটজার আর্টিলারি অস্ত্র সরবরাহ করবে, ইতোমধ্যে এধরণের ৬৪টি অস্ত্র পাঠানো হয়েছে।
এমএমএ/