ভারতের রাজনীতিবিদ মুলায়াম সিং যাদব মারা গেছেন
ভারতীয় বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির (এসপি) প্রতিষ্ঠাতা মুলায়াম সিং যাদব আজ সকালে দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান।
নয়াদিল্লি থেকে ২৯ কিলোমিটার দূরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং হাসপাতালে জীবন রক্ষাকারী ওষুধ সেবন করছিলেন।
সমাজবাদী পার্টি মুলায়াম সিংয়ের ছেলে অখিলেশ যাদবকে উদ্ধৃত করে বলেছে, ‘আমার শ্রদ্ধেয় বাবা এবং সকলের নেতাজি মারা গেছেন।’
উত্তরপ্রদেশ সরকার প্রবীণ রাজনীতিবিদ এবং অনগ্রসর বর্ণের ক্ষমতায়নের অগ্রপথিক মুলায়াম সিং যাদবের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে।
তিনি ১৯৯২ সালে বর্ণ-ভিত্তিক সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন এবং উত্তর ভারতের উত্তরপ্রদেশ এবং বিভিন্ন অংশে এর নেটওয়ার্ক গড়ে তোলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মুলায়াম সিং যাদবের মৃত্যুতে শোক জানিয়েছেন।
নরেন্দ্র মোদি আজ এখানে একটি বিবৃতিতে বলেছেন, ‘শ্রী মুলায়াম সিং যাদব জি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাধারণ জনগণের নেতা হিসাবে ব্যাপকভাবে প্রশংসিত এবং জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল ছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যাদব নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করেছেন এবং লোকনায়ক জেপি ও ড. লোহিয়ার আদর্শকে জনপ্রিয় করতে তার জীবন উৎসর্গ করেছেন।’
তিনি আরও বলেন, ‘মুলায়াম সিং যাদব জি উত্তর প্রদেশ ও জাতীয় রাজনীতিতে নিজেকে স্বতন্ত্র রেখেছিলেন। তিনি জরুরি অবস্থার সময় গণতন্ত্রের জন্য একজন গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন।’
প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি (মুলায়াম সিং যাদব) শক্তিশালী ভারতের জন্য কাজ করেছেন এবং তার সংসদীয় কর্মকাণ্ড অন্তর্দৃষ্টিপূর্ণ ছিল ও জাতীয় স্বার্থকে এগিয়ে নেয়ার উপর তিনি জোর দিয়েছেন।
এমএমএ/