পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলাটাও ভয়ংকর: জেলেনস্কি
পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে রুশ কর্মকর্তারা তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি এও মনে করেন যে, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করতে পারে।
সম্প্রতি নিজ কার্যালয়ে সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বলেন।
বিবিসিকে তিনি জানান, রাশিয়ার উপর হামলা চালানোর আহ্বান জানানোর বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। জেলেনস্কির দাবি, তার করা মন্তব্যের ভুল অনুবাদ করা হয়েছিল।
আপনাকে অবশ্যই প্রতিরোধমূলক আঘাত করতে হবে-এ কথাটি নিষেধাজ্ঞা আরোপের প্রতি ইঙ্গিত করে বলেছেন, হামলার বিষয়ে নয়।
জেলেনস্কি বলেন, রুশ কর্মকর্তারা তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটা খুবই ভয়ানক ব্যাপার। তারা পারমাণবিক হামলা করতে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত নয়।
কিন্তু তারা এ নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন। তারা জানেন না এটা কোথায় ব্যবহার করবেন বা কোথায় করবেন না। জেলেনস্কি মনে করেন, এটা নিয়ে কথা বলাটাও ভয়ংকর।
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা দেখি, রাশিয়ার লোকজনও জীবনকে ভালোবাসেন। সেই হিসেবে আমি মনে করি, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ততটা সুনির্দিষ্ট নয়, যেমনটি কিছু বিশেষজ্ঞও বলেছেন।’
বৃহস্পতিবার অনলাইন অনুষ্ঠানের দেওয়া বক্তব্যে রাশিয়ার উপর হামলা চালানোর আহ্বানের বিষয়টি অস্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার দাবি, যে ইউক্রেনীয় শব্দ তিনি ব্যবহার করেছেন, সেটাকে ভুলভাবে নেওয়া হয়েছে।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেটাকে ‘আরেকটি বিশ্বযুদ্ধ শুরুর আবেদন’ হিসেবে অভিহিত করেন।
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র ’জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র’ রাশিয়ার মালিকানায় নেওয়ার চেষ্টার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি বলেন, সেখানে প্রায় ৫০০ রুশ সেনা রয়েছেন। যদিও ইউক্রেনীয় কর্মীরাই এখনো সেটি পরিচালনা করছেন।
বিশ্ব জরুরি ভিত্তিতে রুশ দখলদারদের কর্মকাণ্ড বন্ধ করতে পারে। এ ক্ষেত্রে বিশ্ব বেশকিছু নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারে এবং তাদেরকে পারমাণবিক কেন্দ্র ছাড়তে বাধ্য করতে সবকিছু করতে পারে, যোগ করেন জেলেনস্কি।
এমএমএ/