শিনজো আবের শেষকৃত্য আজ
রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য হচ্ছে । স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। আর এ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এ ছাড়াও থাকবেন অস্ট্রেলিয়া, কানাডা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। তবে নিজ দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য জাপান সফর বাতিল করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ।
এতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের এই অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ কমপক্ষে ৪৮ জন বর্তমান বা সাবেক সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের পাশাপাশি প্রায় ৪ হাজার ৩০০ জন অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মনে করছেন, এই অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের ফলে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় এক জনসমাবেশে ঘাতকের গুলিতে প্রাণ হারান শিনজো আবে। তবে এ ঘটনায় দেশটির বিশেষজ্ঞরা বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি ছিল।