মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ
ওয়ানএমডিবি আর্থিক কেলেঙ্কারির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের সাজা বহাল রেখেছেন দেশটির একটি আদালত।
এর আগে নাজিব রায়ের বিরুদ্ধে আপিল করলে তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেশটির আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।
আদালতের রায়ে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ও কর্মীরা। এটিকে মালয়েশিয়ানদের জন্য একটি বিজয় বলে অভিহিত করেছেন তারা। নাজিবের সরকারকে অপসারণ এবং বিচারের আওতায় আনতে ২০১৮ সালে ভোট দিয়েছিলেন তারা।
রাষ্ট্রীয় তহবিল তছরুপের দায়ে ২০২০ সালে তার সাজা হয়। সাজার বিরুদ্ধে তার সর্বশেষ আপিলটিও সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছেন। নাজিব রাজাকই হচ্ছেন মালয়েশিয়ার প্রথম কোনো প্রধানমন্ত্রী, দুর্নীতির দায়ে যাকে জেল খাটতে হচ্ছে।
পাঁচ সদস্যের ফেডারেল কোর্ট জানিয়েছে, হাইকোর্টের সিদ্ধান্তই ঠিক ছিল এবং নাজিবের আপিল ভিত্তিহীন ছিল।
উল্লেখ্য, ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড (ওয়ানএমডিবি) তহবিল থেকে সাড়ে ৪০০ কোটি ডলার অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নাজিবের জোটের নির্বাচনি পরাজয়ে এই কেলেঙ্কারির ভূমিকা রয়েছে।
২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেপেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা। রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাৎ করে নিজ ব্যাংক হিসাবে জমা করার অভিযোগ উঠেছিল নাজিবের বিরুদ্ধে।
টিটি/