ইউক্রেনের বিরুদ্ধে দারিয়া দুগিনাকে হত্যার অভিযোগ রাশিয়ার
ইউক্রেনে মস্কোর আক্রমণকে সমর্থনকারী রাশিয়ান অতি-জাতীয়তাবাদী আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে হত্যা করা হয়েছে। গাড়ি বোমা হামলায় এ হত্যার ঘটনায় ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। ইউক্রেনের 'বিশেষ পরিষেবা' এ গাড়ি বোমা হামলা চালিয়েছে বলে অভিযুক্ত করেছে মস্কো।
এদিকে কিয়েভ সোমবার (২২ আগস্ট) হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক অভিযোগটিকে 'মিথ্যা প্রচারণা' বলে অভিহিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
শনিবার (২১ আগস্ট) গত শনিবার রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাশিয়ার রাজধানী মস্কোর কাছে বোমা বিস্ফোরণে নিহত হন সাংবাদিক দারিয়া দুগিনা। ২৯ বয়সী এ রাশিয়ান একটি জাতীয়তাবাদী রুশ টিভি চ্যানেলের ভাষ্যকার ছিলেন। দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
রুশ গণমাধ্যম জানিয়েছে, দারিয়া দুগিনার বাবা আলেকজান্ডার দুগিন বিস্ফোরণের কিছুক্ষণ আগে তার মেয়ের সঙ্গে গাড়ি বদল করেছিলেন।
দুগিন একজন দার্শনিক, লেখক ও রাজনৈতিক তাত্ত্বিক। যাকে পশ্চিমের কেউ কেউ 'পুতিনের মস্তিষ্ক' বলে অভিহিত করেছেন। কেউ কেউ বিশ্বাস করেন যে, উদ্দেশ্যমূলক লক্ষ্য ছিলেন আলেক্সান্ডার।
সোমবার এক বিবৃতিতে, কেজিবির প্রধান উত্তরসূরি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, 'অপরাধটি ইউক্রেনীয় বিশেষ পরিষেবা দ্বারা পরিকল্পিত ও সংঘটিত হয়েছে।'
টিটি/