শস্যবাহী আরও দুই জাহাজ ইউক্রেন ছেড়েছে: তুরস্ক
শস্য বহনকারী আরও দুটি জাহাজ ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় শস্য রপ্তানি চুক্তির অধীনে কৃষ্ণ সাগর বন্দর ছেড়ে যাওয়া ইউক্রেনের মোট জাহাজের সংখ্যা এ নিয়ে ২৭টি।
শনিবার (২০ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা
রয়টার্সের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনীয় শস্য রফতানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো।
জুমরুত আনা ও এমভি ওশান এস- এ দুই জাহাজে যথাক্রমে-৬ হাজার ৩০০ টন সূর্যমুখী তেল ও ২৫ হাজার টন গম বোঝাই আছে। ইউক্রেনের এ শস্য ও শস্য উৎপাদিত তেল ফ্রান্স, সুদান, তুরস্ক ও নেদারল্যান্ডে পৌঁছে দেওয়া হবে।
টিটি/