মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাবের হামলা, নিহত ৮
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেল হায়াত নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল শাবাব। দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের পর জনপ্রিয় এ হোটেলে হামলার ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবদিকাদির। আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে এবং হোটেল হায়াতে অবরোধ অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বার্তা সংস্থা এএফপির বরাতে এ প্রতিবেদন প্রকাশ করে।
নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবদিকাদির শনিবার (২০ আগস্ট) এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, 'নিরাপত্তা বাহিনী হোটেলের একটি কক্ষের ভেতরে আটকে থাকা সন্ত্রাসীদের প্রতিরোধ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এ হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।'
তিনি আরও বলেন, 'নিরাপত্তা বাহিনী ভবনে আটকে পড়া শিশুসহ কয়েক ডজন বেসামরিক নাগরিককে নিরাপদে উদ্ধার করেছে।'
একজন পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে হোটেলের কাছে ও হোটেল ভবনের গেটে দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। পরে নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে একটি বন্দুকযুদ্ধ শুরু হয়। তখন হামলাকারীরা হোটেল ভবনে লুকিয়ে যায়।
এদিকে হোটেলের বাইরে কয়েক ডজন মানুষ ভিড় জমিয়েছেন ভেতরে আটকে থাকা প্রিয়জনদের জন্য।
আল-শাবাব ১০ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়া সরকারকে পতনের উদ্দেশ্যে লড়াই করছে। এটি ইসলামী আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চায়।
এই সপ্তাহের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলে, সোমালিয়ার সামরিকবাহিনীর উপর আক্রমণের প্রতিবাদে মার্কিনবাহিনী দেশটির মধ্য-দক্ষিণ অংশে একটি বিমান হামলায় ১৩ জন আল-শাবাব যোদ্ধাকে হত্যা করেছে।
গত মে মাসে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বড় হামলা।
টিটি/