দিল্লিতে ফ্ল্যাট ও নিরাপত্তা পাবেন রোহিঙ্গারা
মিয়ানমার থেকে দিল্লি যাওয়া বাস্তুচ্যূত রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট ও পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদিপ সিং পুরি।
বুধবার (১৭ আগস্ট) এ মন্ত্রী টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন।
দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন বিধানের রূপরেখা দিয়ে আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি টুইট বার্তায় লেখেন, ‘যারা আশ্রয় চেয়েছে তাদের সবসময়ই স্বাগত জানিয়েছে ভারত’।
তিনি আরও লেখেন, ভারত জাতিসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১ এর প্রতি শ্রদ্ধাশীল এবং তা অনুসরণ করে। এ ছাড়া জাতি, ধর্ম, বিশ্বাস নির্বিশেষে সকলইকেই আশ্রয় দেয়’।
ভারতের আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি জানান, দিল্লিতে রোহিঙ্গাদের পূর্ণ পুলিশি সুরক্ষা দেওয়া হবে। তবে এই নিরাপত্তার ধরন কেমন হবে তা স্পষ্ট করেননি তিনি। ভারতে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে।
এই বছরের শুরুর দিকের এক হিসাব অনুযায়ী দিল্লিতে প্রায় ১ হাজার ১০০ এবং দেশটির অন্যান্য স্থানে প্রায় ১৭ হাজার রোহিঙ্গা রয়েছেন। এদের অনেকেই শ্রমিক, হকার, রিকশা চালকের মতো কাজ করে থাকেন।
রোহিঙ্গা অধিকার কর্মী আলি জোহর জানিয়েছেন, মিয়ানমারে ফেরত পাঠানো হবে এমন আশঙ্কায় এই বছর প্রায় দুই হাজার মানুষ বাংলাদেশে চলে গেছে। প্রায় এক দশক আগে ভারতে আশ্রয় নেয় আলি জোহরের পরিবার। বর্তমানে দিল্লির একটি ভাড়া বাড়িতে বাস করেন তারা। এই অধিকার কর্মী বলেন, ‘আমরা জাতিসংঘের শরণার্থী কনভেনশনকে সম্মান করার বিবৃতি এবং রোহিঙ্গাদের উন্নত আবাসন ও সুযোগ-সুবিধা দিয়ে পুনর্বাসনের পরিকল্পনাকে স্বাগত জানাই’।
তবে আলি জোহর ভারতের ডানপন্থী হিন্দু গ্রুপগুলোর রোষাণলে পড়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন এই সুবিধা তাদের জন্য আটক কেন্দ্র হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘এটা যদি আটক কেন্দ্র হয়ে ওঠে তাহলে তা হবে আমাদের জন্য ভীতিকর’।
সূত্র- এনডিটিভি, রয়টার্স
টিটি/