কিউবার বন্দর পুনর্নির্মাণে সহায়তা দেবে ভেনেজুয়েলা
আগুনে ক্ষতিগ্রস্ত কিউবার বন্দর মাতানজাস পুনরায় নির্মাণে সহায়তা দেওয়ার কথা বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৬ আগস্ট) এক ঘোষণায় নিকোলাস মাদুরো এ কথা জানিয়েছেন।
নিকোলাস মাদুরো জানান, কিউবার একমাত্র সুপারট্যাংকার বন্দরটি পুনর্গঠনে সহায়তা দিতে পারে তার দেশ। গত সপ্তাহে বন্দরটির একটি ট্যাংকারে বজ্রপাত থেকে আগুন ধরে গেলে বন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কিউবা দীর্ঘ দিন ধরে ২৪ লাখ ব্যারেল ধারণক্ষমতার মাতানজাস টার্মিনালের ওপর নির্ভর করে। রাজধানী হাভানা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের এই বন্দরে আমদানি করা তেলের বড় অংশ মজুত রাখা হয়।
ওই বন্দরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দমকল কর্মী পাঠায় মেক্সিকো ও ভেনেজুয়েলা। এসব দমকলকর্মীদের সম্মান জানানোর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, বন্দরটির সুপারট্যাংকার ইয়ার্ড পুনর্গঠনের নকশা প্রণয়নের কাজ শুরু করতে তিনি ভেনেজুয়েলার জ্বালানি মন্ত্রী ও রাষ্ট্রীয় তেল কোম্পান পিডিভিএসএ এর প্রেসিডেন্টকে নির্দেশনা দিয়েছেন।
মাদুরো বলেন, ‘আমরা ডিজাইন করতে যাচ্ছি কোথায় এটি নির্মিত হবে, কোথায় লোডিং ইয়ার্ড হবে। আমরা এর নির্মাণ শুরু করব’।
কিউবার অপরিশোধিত জ্বালানি আমদানির মূল উৎস ভেনেজুয়েলা। এই বছরের প্রথম সাত মাসে প্রতিদিন ভেনেজুয়েলা থেকে প্রায় ৫৭ হাজার ব্যারেল জ্বালানি আমদানি করেছে কিউবা।
টিটি/