যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের রেকর্ড
মোকাবিলায় চলছে তোড়জোর। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। পার্শ্ববর্তী ভারতে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যার রেকর্ড ভাঙছে। একই অবস্থা যুক্তরাষ্ট্রের। তৈরি হচ্ছে নতুন রেকর্ড। সেখানে আক্রান্তের সংখ্যা ভেঙে দিচ্ছে সব রেকর্ড। সব মিলিয়ে অমিক্রন আতঙ্কে কাঁপছে বিশ্ব।
পরিসংখ্যান বলছে, দেশটিতে গত সাত দিনে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। সোমবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে সাড়ে ১০ লাখেরও বেশি করোনায় আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এটি আক্রান্তের নতুন রেকর্ড। এর আগের সোমবার (৩ জানুয়ারি) আক্রান্তের সংখ্যা ছিল ১০ লাখেরর সামান্য বেশি।
শুধু সংক্রমণের সংখ্যা বৃদ্ধিই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার নিরিখেও যুক্তরাষ্ট্র নতুন রেকর্ড গড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে গত বছর জানুয়ারিতে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ছিল এক লাখ ৩২ হাজার ৫১ জন। সেই রেকর্ড ভেঙে এখন এক লাখ ৩৫ হাজার ৫০০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এসএ/