সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক আন্নি অরনো। বৃহস্পতিবার (৬ অক্টোবর) নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়, সাহস ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করায় ৮২ বছর বয়সী এ ঔপন্যাসিককে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ওয়েবসাইটে আরও বলা হয়, তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ গতবছর এ সম্মাননা পেয়েছিলেন।
নরম্যান্ডির একটি নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া অরনো তার আত্মজীবনীমূলক ঘরানার ‘আ উইমেনস স্টোরি’, ‘আ মেনস প্লেস’ ও ‘সিম্পল প্যাশন’ বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।
অন্যান্য বছরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। জিন গবেষণার মাধ্যমে মানব বিবর্তনের অজানা অধ্যায়ে আলো ফেলা সুইডিশ বিজ্ঞানী স্ভান্তে প্যাবো এবার চিকিৎসায় নোবেল জিতেছেন।
শুক্রবার শান্তি এবং আগামী ১৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এমএমএ/