১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আগামী ১৯ সেপ্টেম্বর সম্পন্ন করা হবে বলে বাকিংহাম প্রাসাদ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সম্প্রতি তার সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উদযাপন করে ব্রিটেন। ব্রিটেনের ইতিহাসে তিনিই একমাত্র রানি যিনি সবচেয়ে বেশি সময় (৭০ বছর) সিংহাসন অলংকৃত করে রেখেছিলেন।
রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশের জনগণ। রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে আগামীকাল (১২ সেপ্টেম্বর)।
প্রাসাদ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এডিনবরা বিমানবন্দর থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে কফিন এসে পৌঁছাবে লন্ডনে এবং বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।
সোমবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে চারদিন তার মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে যেন সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
আরএ/