ইন্দোনেশিয়ায় পর পর ৪ শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের কাছে রাজা আমপাট দ্বীপপুঞ্জ
ইন্দোনেশিয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ মাত্রার চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে আঘাত হানে এ সব ভূমিকম্প। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর আল-জাজিরার।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, শনিবার সকালে ৫.৫ থেকে ৬.২ মাত্রার অন্তত চারটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল দেশটির বায়াক এলাকা থেকে ২৬২ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ১৬ কিলোমিটার গভীরে।
সংস্থাটি তার ওয়েবসাইটে বলেছে, ‘এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং এই ভূমিকম্পের কোনো সুনামির সম্ভাবনা নেই’।
ভূমিকম্প ও সুনামি প্রশমন বিভাগের প্রধান ড্যারিওনোও বলেছেন, ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।
তিনি বলেন, মামবেরামো আনজাক ফল্ট থেকে ভূমিকম্পের সূত্রপাত হয়।
ইন্দোনেশিয়া প্রায়শই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামিতে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়।
গত ফেব্রুয়ারিতে দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি ৬.২ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৪৬০ জনেরও বেশি আহত হয়। ২০২১ সালের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত এবং প্রায় ৬,৫০০ জন আহত হয়।
আরএ/