কলম্বিয়া-ভেনেজুয়েলার পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন
তিন বছরের বিরতির পর পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে কলম্বিয়া ও ভেনিজুয়েলা।
কলম্বিয়ার নতুন রাষ্ট্রদূত আরমান্দো বেনেদেত্তি রবিবার (২৮ আগস্ট) ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেন। সেখানেই সম্পর্কে যোগ হয় নতুন মাত্রা। বেনেদেত্তিকে স্বাগত জানিয়েছেন ভেনিজুয়েলার উপ-পররাষ্ট্রমন্ত্রী রান্ডার পেনা রামিরেজ।
কলম্বিয়ার রাষ্ট্রদূত টুইটারে লেখেছেন, 'ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত হয়নি। আমরা ভাই এবং একটি কাল্পনিক লাইন আমাদের আলাদা করতে পারে না।'
রান্ডার পেনা রামিরেজ টুইট করেন, আমাদের ঐতিহাসিক সম্পর্ক দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। এটি দুই দেশের জনগণকে একসাথে কাজ করতে সাহায্য করবে।'
কলম্বিয়ার নতুন বামপন্থী রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো ও ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ১১ আগস্ট ঘোষণা করেছিলেন যে, তারা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পরিকল্পনা করেছেন। ২০১৯ সালে দুই দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল।
ভেনেজুয়েলার বিরোধী দলের সদস্যরা খাবার ও ওষুধ বোঝাই ট্রাক নিয়ে কলম্বিয়ার ভূখণ্ড থেকে অতিক্রম করার চেষ্টা করার পর কারাকাস সেই বছরের শুরুর দিকে বোগোটার সাথে সম্পর্ক ছিন্ন করে।
সীমান্ত বন্ধসহ উভয় দেশের দূতাবাস ও কনস্যুলেটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ ছিল দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগও।
কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ইভান ডুক ২০১৯ সালে মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি দেননি। পরিবর্তে বিরোধী নেতা হুয়ান গুয়াইদোরকে সমর্থন করেছিলেন।
আগস্টের শুরুতে পেট্রো দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক উষ্ণ হয়েছে।
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো বলেছেন, তিনি মাদুরোকে স্বীকৃতি দেবেন। ভেনিজুয়েলা ও কলম্বিয়ার মধ্যে ছিদ্রযুক্ত সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীগুলোর যে লড়াই চলছে এ বিষয়েও কাজ করবেন।
মাদুরো সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়াকেও বোগোটায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।
রাষ্ট্রদূতদের আদান-প্রদানের পাশাপাশি, সম্পর্ককে আরও স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে দুই হাজার কিলোমিটার সীমানা সম্পূর্ণ পুনরায় খোলা হবে। যা ২০১৫ সাল থেকে যানবাহনের জন্য অনেকাংশে বন্ধ ছিল। গত বছরের শেষের দিকে যদিও এটি পথচারীদের জন্য উন্মুক্ত ছিল।
কারাকাস ও বোগোটাও সামরিক সম্পর্ক পুনঃস্থাপনের ইচ্ছা ঘোষণা করেছে।
টিটি/