ব্রিটেনে আবারও জ্বালানি খরচ বাড়ছে ৮০ শতাংশ
কয়েক প্রজন্মের মধ্যে ব্রিটেনের সবচেয়ে খারাপ জীবনযাত্রার ব্যয় সংকট চলছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের নাগরিকদের বার্ষিক জ্বালানি বিল ৮০ শতাংশ বাড়ছে। যা প্রায় ৪ লাখ টাকা।
শুক্রবার (২৭ আগস্ট) এই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে এপ্রিলে রেকর্ড মাত্রায় ৫৪ শতাংশ বাড়ানো হয়েছিল জ্বালানি খরচ। এর ফলে গড়ে একজন ক্রেতার বার্ষিক জ্বালানি বিল ১ হাজার ৯৭১ পাউন্ড বা ২ লাখ ২১ হাজার ৭২৭ টাকা থেকে বেড়ে হবে ৩ হাজার ৫৪৯ পাউন্ড বা ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ টাকা।
১ অক্টোবর থেকে এই নতুন মূল্য কার্যকর হবে। যখন দেশটিতে শীতকাল শুরু হবে। এ ছাড়া আবারও জানুয়ারিতে জ্বালানি বিল বেড়ে হতে পারে ৪ হাজার পাউন্ড (৪ লাখ ৪৯ হাজার ৯৭৯ টাকা)।
প্রাকৃতিক গ্যাসের পাইকারি মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দায়ী করা হচ্ছে। এই যুদ্ধের কারণে ইউরোপজুড়ে ভোক্তামূল্য ও অর্থনীতিকে চাপে ফেলছে। অঞ্চলটি ঘর উষ্ণ রাখা এবং বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল।
শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার এখন সর্বোচ্চ। এ ছাড়া দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে মজুরি বৃদ্ধির জন্য কয়েক মাস ধরে বিভিন্ন পেশার কর্মীরা ধর্মঘট পালন করছেন।
জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে খাদ্যপণ্যের দামও বাড়ছে। এর ফলে ধারণা করা হচ্ছে মূল্যস্ফীতি গত ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চতে নিয়ে যেতে পারে। জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিকন ১ শতাংশ। ব্যাংক অব ইংল্যান্ড আশঙ্কা করছে, এই বছরের শেষ দিকে মন্দা শুরু হতে পারে। দাতব্য সংস্থা, সরকারি স্বাস্থ্য কর্মকর্তা, এমনকি জ্বালানি কোম্পানিগুলো সতর্ক করে বলছে, ইতোমধ্যে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর ওপর এর প্রভাব পড়বে ভয়াবহ। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে নেই মজুরির সামঞ্জস্য।
টিটি/