জাপোরিঝঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ সক্রিয়
ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে (জেডএনপিপি) বিদ্যুৎ সরবরাহকারী বিচ্ছিন্ন লাইনটি পুনরায় সংযোগ পেয়েছে। জাতিসংঘ বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে এ বিভ্রাট হয়েছে। যা সম্ভাব্য বিপদকে বাড়িয়ে তুলছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাপোরিঝঝিয়ার বিদ্যুৎ সরবরাহকারী শেষ নিয়মিত লাইনটি কেটে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
বিদ্যুৎকেন্দ্রের কাছে ওভারহেড ইলেকট্রিক তারে আগুন ধরে যাওয়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারোঅ্যাটম।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এক বিবৃতিতে বলেছে, যেদিন প্ল্যান্টে শেষ বিদ্যুৎ সরবরাহ করা হয় সেদিনই শেষেদিকে সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে।
'সেদিন অন্তত দুবার বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযোগ হারিয়েছে ইউক্রেন। কিন্তু বর্তমানে এটি আবার চালু হয়েছে।' এ বিভ্রাটের কারণ সম্পর্কে আর তথ্য পাওয়া যায়নি বলেও জানানো হয় সংস্থাটি থেকে।
এনারোঅ্যাটম এর আগে বলেছিল, 'জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ দুইটি সক্রিয় চুল্লির সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে। প্রথমবারের মতো বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ইউক্রেনের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।'
মস্কো আক্রমণ শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে, জাপোরিঝঝিয়া প্ল্যান্টটি মার্চের শুরুতে রাশিয়ান সৈন্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। তবে এটি এখনও ইউক্রেনীয় কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে।
পারমাণবিক কেন্দ্রটির নিকটেই বারবার যুদ্ধ সংঘটিত হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সংঘর্ষে বারবার আগুনের শিকার হয়েছে, যা পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ সম্ভাবনা আন্তর্জাতিক উদ্বেগকে বাড়িয়ে তুলেছে।
ইউক্রেন মস্কোকে প্লান্টে অস্ত্র মজুত করার এবং সাইট থেকে হামলা চালানোর অভিযোগ করেছে। অন্যদিকে রাশিয়া কিয়েভকে এনেরহোদার শহরে অবস্থিত স্থাপনায় বেপরোয়াভাবে গুলি চালানোর অভিযোগ করেছে।
টিটি/