জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘পদ্ধতিগত ভোটে’ প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই ভোট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
১৫ সদস্য বিশিষ্ট্য নিরাপত্তা পরিষদে ভিডিও টেলিকনফারেন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
এর আগ পর্যন্ত ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভোটদানে বিরত থাকত ভারত। এই ইস্যুতে নীরব ভূমিকা পালন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিকে অসন্তুষ্ট না করতে এমন পথ নিয়েছিল নয়া দিল্লি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মস্কোর ওপর ব্যাপক অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। ভারত এখন পর্যন্ত ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করেনি। কিন্তু নয়া দিল্লি বারবার ইউক্রেন ও রাশিয়াকে কূটনীতি ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। দুই দেশের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছে ভারত।
ইউক্রেনে রুশ আক্রমণের ছয় মাস পূর্তিতে দেশটির ৩১তম স্বাধীনতা দিবসের দিন বুধবার নিরাপত্তা পরিষদ একটি বৈঠক আয়োজন করে। বৈঠকের শুরুতে ভিডিও টেলিকনফারেন্সে জেলেনস্কির যুক্ত হওয়ার প্রস্তাব নিয়ে জাতিসংঘে নিযুক্ত রুশ দূত ভাসিলি এ নেবেঞ্জিয়া একটি পদ্ধতিগত ভোট আয়োজনের অনুরোধ জানান।
ভোটাভুটিতে জেলেনস্কির ভাষণের পক্ষে ভোট পড়ে ১৩টি। বিপক্ষে ভোট দেয় রাশিয়া। আর ভোটদানে বিরত ছিল চীন। এরপর জেলেনস্কিকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়।
দুই বছর মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত। এই বছরের ডিসেম্বর মাসে ভারতের সদস্যপদের মেয়াদ শেষ হবে।
টিটি/