বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এক রাতে ইসরায়েলে ১৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ছবি: সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিলো ইরান। অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব দাবি করছে, মঙ্গলবার রাতজুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরানের দিক থেকে ইসরায়েলের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হচ্ছে এটিকে।

মঙ্গলবার (১ অক্টোবর) ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র ১২ মিনিট সময় লেগেছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলই প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। খবর রয়টার্সের।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর পরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে। সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইরানের এ আকস্মিক হামলার ঘটনায় ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে।

তবে কয়েকটি মিসাইল ধ্বংস করা যায়নি। সেসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দু’জন ইসরায়েলি। আইডিএফ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল এবং এএফপি।

ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো আকাশেই ধ্বংস করার প্রক্রিয়া চলতে থাকায় রাতব্যাপী শব্দে কেঁপে কেঁপে উঠেছে পুরো এলাকা। জেরুজালেম থেকে জর্ডান পর্যন্ত শোনা গেছে শব্দ। রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছিল একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জেরে। হামলার আঘাত থেকে বাঁচতে ওই রাতের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন বোমা সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ১ কোটি মানুষ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক, যাদেরকে সে সময় সংবাদ সংগ্রহের জন্য বাইরে লাইভ কাজ করতে হয়েছে, তারাও বোমা সতর্কতার জন্য মাটিতে শুয়ে লাইভ দিয়েছেন।

ইরানের রেভোল্যুশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের ৩টি সেনাঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজে এই হামলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে খামেনি গোপন নিরাপদ স্থানে রয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে ইরান হামলা শুরু করার পর যুদ্ধাকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেছেন, ‘ইরান অনেক বড় ভুল করেছে’ এবং এই ভুলের জন্য ইরানকে ‘মূল্য দিতে হবে।’ ইরানে হামলা চালানোর হুমকিও দিয়েছেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “ইসরায়েল তার ভূখণ্ড এবং জনগণকে রক্ষা করতে কী পরিমাণ দৃঢ়প্রতিজ্ঞ, সে সম্পর্কে ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর কোনো ধারণা নেই। এই ধারণা (হামাস নেতা) সিনওয়ার এবং (মোহাম্মদ) দেইফের ছিলো না, (হিজবুল্লাহর প্রধান নেতা) নাসরুল্লাহ এবং (হিজবুল্লাহর চিফ অব স্টাফ) ফুয়াদ শোকরের ছিলো না। তাদের বোঝা উচিত ছিল যে আমাদের ওপর কেউ হামলা করলে আমরা কোনো ছাড় দিই না।

“অজ্ঞাতার মূল্য যেভাবে তাদের দিতে হয়েছে, ইরানকেও সেভাবেই দিতে হবে।”

প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে লেবাননে ইরানের সমর্থনপুষ্ট ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান অভিযান শুরু করেছে ইরান। গতকাল থেকে শুরু হয়েছে স্থল বাহিনীর অভিযান। সেই অভিযানের জবাব হিসেবে ইরান গতকাল রাতের এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল, রয়টার্স

Header Ad
Header Ad

অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার

ছবি: সংগৃহীত

সাভার থেকে রাজধানীতে এসে অপহরণের নাটক সাজিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন মা-মেয়ে—বিথী হাওয়া ওরফে বিবি হাওয়া (৩৮) ও সুরভী সুলতানা (২০)। সোমবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে নিউমার্কেট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী সৈকত নামে এক ব্যবসায়ী, যার মিনিতা প্লাজায় একটি ঘড়ির দোকান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বিথী ও সুরভী তার দোকানে ঘড়ি কিনতে গেলে তাদের সঙ্গে সৈকতের স্ত্রীর পরিচয় হয়। এরপর মোবাইলে যোগাযোগ গড়ে ওঠে। ২০ মার্চ বিথী দোকানে এসে মেয়েকে সেলসগার্ল হিসেবে কাজ দেওয়ার অনুরোধ জানান, এবং সুরভী কিছুদিনের জন্য দোকানে কাজও শুরু করেন।

কিন্তু ২২ মার্চ সুরভী অসুস্থতার কথা বলে দোকান থেকে চলে যান। ওই রাতেই বিথী ফোন করে জানায়, সুরভী বাসায় ফেরেনি এবং তার মোবাইলও বন্ধ। পরে দাবি করা হয়, সুরভী অপহৃত হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা চাই। যেহেতু অপহরণ দোকান থেকে যাওয়ার সময় ঘটেছে, তাই মুক্তিপণের অর্থ সৈকতের কাছেই দাবি করা হয়।

পরদিন সুরভী নিজেই জানান, সে কৌশলে পালিয়ে এসেছে। পরে আবারো ফোনে জানানো হয়, এবার বিথী হাওয়াকে অপহরণ করা হয়েছে এবং তাকে ছাড়াতে ২০ লাখ টাকা প্রয়োজন। এ সময় সৈকতের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

মামলার পর পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে এবং নিউমার্কেট এলাকা থেকেই গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের জন্য অপহরণের নাটক সাজানোর বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

Header Ad
Header Ad

গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের চালানো সর্বশেষ বিমান হামলায় আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের ছয় সদস্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি বাহিনী একের পর এক বিমান হামলা চালায়।

এই হামলায় উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি বাড়িতে একই পরিবারের ছয়জন, উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আশ্রয়কেন্দ্রের কাছে চারজন এবং দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করতে থাকা দুজন প্রাণ হারান। এছাড়া খান ইউনিস শহরের বিভিন্ন স্থানে এবং আল-মাওয়াসি এলাকার আশ্রয়শিবিরে তিন শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন। একাধিক হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

অপরদিকে, পূর্ব জেরুজালেমে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত ছয়টি ফিলিস্তিনি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে শিক্ষা ও মানব উন্নয়ন কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলজাজিরার তথ্যমতে, চলমান সংঘর্ষে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন। ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে ফের হামলা শুরু করে ইসরাইল। গাজার উপকূলীয় অঞ্চল, শরণার্থী শিবির এবং শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Header Ad
Header Ad

যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট—এই আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বাইরে যাওয়ার আগে আবহাওয়ার আপডেট জেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ