জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা

সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে পিটিয়ে আবারও পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে জামিনে মুক্তির পর সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে এবং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার রাতে তিনি জেলখানা থেকে মুক্তি পান। জেলখানা থেকে মুক্তির পরই তাকে জেলগেট থেকে আটকে মারপিট করে ছাত্র-জনতা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ছাত্রজনতা তাকে সদর থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর একটি হত্যাচেষ্টা মামলায় তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। অধ্যাপক ডা. আব্দুল আজিজ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
