নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত

ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার প্লাটেয়াও রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জাতীয় জরুরি সংস্থা জানিয়েছে, এই সহিংসতায় প্রায় ২০০০ জন বাস্তুচ্যুত হয়েছে এবং পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।
রাজ্যের বোকোস জেলার ছয়টি গ্রামে হামলার ঘটনা ঘটেছে, তবে হামলার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। স্থানীয় কৃষক এবং গবাদি পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা সহিংসতার একটি নতুন অধ্যায় হিসেবে এই হামলাটি চিহ্নিত হচ্ছে।
২০২৩ সালের ডিসেম্বরের পর এটি ছিল প্লাটেয়াও অঞ্চলে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। ওই সময়ে একই অঞ্চলে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এ হামলার পর জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হামলার কারণে ১৮২০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তিনটি বাস্তুচ্যুতি শিবির স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত ৫২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং আরও ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিবৃতিতে জানানো হয়েছে, বন্দুকধারীরা একাধিক স্থানে হামলা চালিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। প্লাটেয়াও অঞ্চলে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যপূর্ণ জনগণ বসবাস করে এবং সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘাতের কারণে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। জলবায়ু পরিবর্তন এবং কৃষি সম্প্রসারণের কারণে কমে আসা চারণভূমি এই সহিংসতার অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু নিরাপত্তা বাহিনীকে আক্রমণকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে।”
