বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ

৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে 'আর্টেমিস অ্যাকর্ডস' চুক্তি সই করেছে বাংলাদেশ, ফলে বাংলাদেশ এখন ৫৪তম দেশ হিসেবে এই বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো। আর্টেমিস অ্যাকর্ডস শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং টেকসই মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার লক্ষ্যে একটি বহুপাক্ষিক চুক্তি সিরিজ, যা নাসার নেতৃত্বে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে শক্তিশালী করে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে সই করেন।

২০২০ সালে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ডস চুক্তি একটি অ-বান্ধনযোগ্য বহুপাক্ষিক ব্যবস্থা, যার লক্ষ্য মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং টেকসই সহযোগিতা নিশ্চিত করা। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় অংশগ্রহণের পাশাপাশি মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ ও মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারকে সমর্থন করবে, যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যগুলোর সাথে সঙ্গতিপূর্ণ।

বাংলাদেশের পক্ষে সই করা চুক্তির পর, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "এটি বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করেছে, যার মাধ্যমে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারবে।"

প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, আর্টেমিস অ্যাকর্ডস মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ এবং টেকসই ব্যবহারের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, "বাংলাদেশ ১৯৮০ সালে স্পারসো প্রতিষ্ঠার পর থেকেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় অংশগ্রহণ করছে এবং আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিতে যোগদান বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।"

তিনি বলেন, "এই চুক্তি প্রযুক্তি স্থানান্তর, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক গবেষণার নতুন সুযোগ তৈরি করবে, যা বাংলাদেশের মহাকাশ কার্যক্রমের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।" তিনি যোগ করেন, "নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশ উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় প্রবেশাধিকার পাবে, যা দেশের ভবিষ্যৎ মহাকাশ উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যাবে।"

স্পারসোর মতো প্রতিষ্ঠানগুলো পৃথিবী পর্যবেক্ষণ এবং জলবায়ু মনিটরিং স্যাটেলাইট তৈরি করার জন্য প্রযুক্তিগত সহায়তা পাবে, যা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া, বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানীরা বৈশ্বিক মহাকাশ গবেষণায় অংশ নিতে পারবে, এবং শিক্ষার্থীরা নাসার প্রশিক্ষণ প্রোগ্রাম, বৃত্তি ও এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে উপকৃত হবে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা উইংয়ের মহাপরিচালক ও চিফ অব প্রোটোকল এএফএম জাহিদ-উল-ইসলাম এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো)-এর চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে পহেলা বৈশাখে দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে

ছবি : ঢাকাপ্রকাশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিয়ের প্রলোভন দেখিয়ে বেড়ানোর কথা বলে পরিত্যক্ত একটি ঘরে জোরপূর্বক ধর্ষণের শিকার হন এক স্কুলছাত্রী। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রেমিককে আটকে রেখে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।

গত সোমবার (১৪ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের বাসাইলে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম ফয়সাল মিয়া। তিনি মির্জাপুুর উপজেলার হাটফতেপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে ফয়সাল মিয়ার বিরুদ্ধে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

এরপর বুধবার (১৬ এপ্রিল) দুপুরে অভিযুুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এদিন রাতে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাসাইল পৌর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কাউলজানী ইউনিয়নের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুুকে পরিচয় হয় ফয়সালের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলযোগে বাসাইল পূর্ব-মধ্যপাড়া এলাকায় বাসাইল মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদরাসার পেছনে নিয়ে যায়। সেখানে মজিবুুর রহমানের পুকুরের পূূর্বপাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রেমিক ফয়সাল মিয়াকে আটকে রেখে মারধর করে। পরে অভিযুক্ত প্রেমিক ফয়সাল মিয়াকে পুুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় একটি মামলা হওয়ার পর অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

ভারতের মন্দিরে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী ব্যক্তি

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দিরে এক মধ্যবয়সী ব্যক্তির গোপনে তরুণীর পায়ের ছবি তোলার ঘটনায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শর্ট স্কার্ট পরা এক তরুণীকে লক্ষ্য করে গোপনে তাঁর পায়ের ছবি তুলছিলেন ওই ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে তরুণী সরাসরি প্রতিবাদ করেন এবং তার মোবাইলে ধারণকৃত ছবি দেখিয়ে লোকটিকে একহাত নেন।

ভিডিওতে দেখা যায়, তরুণী অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, "আঙ্কেল, এটা কী? আপনি আমার পায়ের ছবি কেন তুলছেন?" প্রথমে ব্যক্তি অস্বীকার করলেও, পরে তাঁর মোবাইলের গ্যালারিতে তরুণীর বেশ কয়েকটি ছবি পাওয়া যায়। এতে তরুণী ক্ষুব্ধ হয়ে বলেন, "আপনার কি লজ্জা নেই? মন্দিরের মতো পবিত্র স্থানে আপনি এমন কাজ করছেন!"

এই ঘটনার ভিডিও তরুণীর এক বন্ধু ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, "আমার বন্ধু মন্দিরের বাইরে মা-বাবার জন্য অপেক্ষা করছিল, তখন এক বৃদ্ধ ব্যক্তি অস্বস্তিকরভাবে তার দিকে তাকাচ্ছিল এবং অনুমতি ছাড়াই তার পায়ের ছবি তোলে। সে যখন প্রতিবাদ করে, তখন কেউ এগিয়ে আসেনি।"

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। অনেকে রাজস্থান পুলিশ ও পর্যটন দপ্তরকে ট্যাগ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

একজন মন্তব্য করেন, "এই লোক কারও বাবা, ভাই বা স্বামী। এত বয়সেও নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি এমন কেন!"
আরেকজন লেখেন, "দয়া করে কেউ যদি এই ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে ভিডিওটি তার পরিবারের কাছে পাঠান। সমাজে এমন আচরণের পরিণতি বুঝতে হবে সবাইকে।"

অন্য একজন বলেন, "এমন লোকদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা উচিত।"

তবে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

চিকিৎসা শপিং ও ভ্রমণে বাংলাদেশিদের পছন্দ এখন থাইল্যান্ড

ছবি: সংগৃহীত

স্বল্প দূরত্ব, সাশ্রয়ী টিকিট এবং সহজ ভিসা প্রক্রিয়ার কারণে বাংলাদেশি ভ্রমণপিপাসু ও চিকিৎসা প্রত্যাশীদের কাছে থাইল্যান্ড এখন অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। আগে চিকিৎসা, কেনাকাটা ও ভ্রমণের জন্য ভারত ছিল মূল পছন্দ। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ভিসা জটিলতার কারণে এই প্রবণতায় বড় পরিবর্তন এসেছে।

থাইল্যান্ডে ই-ভিসা চালুর ফলে এবার ঈদের আগে ও পরে হাজার হাজার বাংলাদেশি নিজেই অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সহজে ভিসা পেয়েছেন। এতে ভিসার জন্য ট্যুর এজেন্সির দ্বারস্থ হওয়ার প্রয়োজন হয়নি।

ঢাকার গার্মেন্ট ব্যবসায়ী ফরহাদ উদ্দিনের হৃদপিণ্ডে রিং পরানোর পর তিনি চেকআপের জন্য ব্যাংককের বিখ্যাত বিপিকে নাইন ইন্টারন্যাশনাল হসপিটালে যান। সেখানে তিনি তিনজন থাই হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। ফরহাদ বলেন, “ভারতে যাওয়া সহজ হলেও ভিসা জটিলতার কারণে ব্যাংকক এসেছি। চিকিৎসকরা অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে আমার চিকিৎসা করেছেন। ৯ হাজার বাথের প্যাকেজ না নিয়ে মাত্র ২২ হাজার টাকা খরচে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করিয়েছি। আমি সন্তুষ্ট।”

ফরহাদের মতো আরও অনেকে থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই রুয়ামজাইরাক, বামরুনগ্রাদসহ অন্যান্য হাসপাতালে ফুল বডি চেকআপের প্যাকেজ নিচ্ছেন।

এদিকে, ভ্রমণের জন্যও থাইল্যান্ডের ফুকেট ও পাতায়া হয়ে উঠেছে জনপ্রিয় গন্তব্য। পাতায়ার কোরাল আইল্যান্ডে নবদম্পতি আরিফ ও সোহানা বলেন, “ভারতের কাশ্মীরে হানিমুনের পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে আমরা থাইল্যান্ড এসেছি এবং এখানে এসে দারুণ উপভোগ করছি।”

থাইল্যান্ডের পর্যটন স্পটগুলোতে বাংলাদেশিদের প্যারাসেইলিং, আন্ডারওয়াটার অ্যাক্টিভিটির মতো নানা অ্যাডভেঞ্চারেও দেখা যাচ্ছে।

শপিংপ্রেমীদের জন্য থাইল্যান্ড যেন এক স্বর্গ। ব্যাংককের আইকনসিয়াম, টার্মিনাল-২১, ইন্দ্রা মার্কেট, প্লাটিনাম বা চাতুচাক মার্কেট—সব জায়গাতেই রয়েছে বৈচিত্র্যময় পণ্য। ঢাকার ফ্রিল্যান্সার আজাদ হাসান বলেন, “এখানে এসে একটা দারুণ ট্রাভেল ব্যাগ কিনেছি, যা বাংলাদেশে খুঁজে পাইনি। থাইল্যান্ডের শপিং মলগুলো সত্যিই অসাধারণ।”

চিকিৎসা, ভ্রমণ ও কেনাকাটার জন্য থাইল্যান্ড এখন বাংলাদেশের মানুষের কাছে নতুন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পহেলা বৈশাখে দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে
ভারতের মন্দিরে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী ব্যক্তি
চিকিৎসা শপিং ও ভ্রমণে বাংলাদেশিদের পছন্দ এখন থাইল্যান্ড
ছয় দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু
পাকিস্তানের আরশাদ খানকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
প্রখ্যাত ইসলামী বক্তা বজলুর রশীদের বিরুদ্ধে প্রতারণার মামলা
দারিদ্র্যপীড়িত রাজিবপুরে শিক্ষার্থীদের পকেট কাটছে রাজিবপুর সরকারি কলেজ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি
৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নওগাঁ শহরে বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ