চীনে স্কুলের ডরমেটরিতে আগুন, ১৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়, হেনানের ইয়ানশানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ডরমেটরিতে রাত ১১টা নাগাদ আগুন লাগে। এরপর প্রায় ৪০ মিনিট চেষ্টার পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে কতজন শিশু তা জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করেছে পুলিশ। ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে
