ভারতে মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১৫

ভারতের মধ্যপ্রদেশের রেওয়ায় যাত্রিবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪০ জন।
শুক্রবার (২১) অক্টোবর দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রশাসন সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত ২০ জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় তৌন্থর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
পুলিশ সূত্রের খবর, হায়দরাবাদের তেলঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী ওই দূরপাল্লার বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া রেওয়া জেলার সোহাগি পাহাড়ি গ্রামের কাছে শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মালবাহী ট্রাকটিকে ধাক্কা মারে বাসটি। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ এবং গ্রামবাসীরা উদ্ধারের কাজ শুরু করেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি
আরএ/
