কংগ্রেস সভাপতি নির্বাচন চলছে, ভোট দিলেন সোনিয়া
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি কে হবেন তা নির্ধারণ করতে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৪টায়।
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী আজ বেলা ১১টায় দিল্লির ২৪ আকবর রোডে দলের সদর দপ্তরে এসে ভোট দেন। একই সঙ্গে ভোট দেন প্রিয়াঙ্কা গান্ধী। এখানে ভোট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সব রাজ্যে প্রদেশ কংগ্রেস দপ্তর এবং দিল্লিতে এআইসিসি-র অফিসে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
কংগ্রেসে ২৪ বছর পর ফের সভাপতি পদের জন্য নির্বাচন হচ্ছে। শুধু তাই নয়, স্মরণকালের মধ্যে কংগ্রেস ছাড়া আর কোনো দলে নির্বাচনের মাধ্যমে দলীয় সভাপতি বাছাইয়ের নজির নেই।
২৪ বছরের মাথায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। তা হল, এবার সভাপতির লড়াইয়ে গান্ধী পরিবারের কেউ নেই।
দুই প্রতিদ্বন্দ্বীর একজন কর্ণাটকের মল্লিকার্জুন খাড়্গে, অপরজন কেরালার সংসদ সদস্য শশী তারুর।
গান্ধী পরিবারের কেউ মুখ না খুললেও কংগ্রেস অফিসের চেয়ার-টেবিলও জানে খাড়্গে বিদায়ী সভাপতি সোনিয়া গান্ধীর পছন্দের প্রার্থী।
সোনিয়ার নির্দেশেই কংগ্রেসের রাজ্যসভার নেতা আশি উত্তীর্ণ খাড়্গে শেষ মুহূর্তে দলের সভাপতি পদে লড়াইয়ে নেমেছেন তিরুবনন্তপুরমের সংসদ সদস্য ৬৬ বছর বয়সী শশী তারুরের বিরুদ্ধে। দলীয় ভোট নিয়ে প্রবল উৎসাহী তারুর প্রচারে বেরিয়ে অবশ্য মোটেই সাড়া পাননি।
৯ হাজারের কিছু বেশি প্রতিনিধি গোপন ব্যালটে ঠিক করবেন, দলের সভাপতি হিসেবে তারা কাকে বেছে নেবেন।
এই প্রথম প্রত্যেক ভোটদাতাকে কিউআর কোডসহ পরিচয়পত্র দেওয়া হয়েছে। এই পরিচয়পত্র ছাড়া কেউ ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিটির দাবি, এতে ভোটদানে স্বচ্ছতা থাকবে।
আরএ/