শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ব্লক চেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন মেস বুক

লেখা ও ছবি : মো. বাবুল হোসেন, জনসংযোগ কর্মকর্তা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‘বাংলাদেশ ব্লক চেইন অলিম্পিয়াড’ হলো অলিম্পিকের আদলে একটি বিশ্ব মানের প্রতিযোগিতা। ব্লক চেইন হলো, তথ্য সংরক্ষণের নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। তাতে কম্পিউটার প্রগ্রামিংয়ের মাধ্যমে ব্লক আকারে একটির পর একটি চেইনে সংরক্ষণ করা যায় তথ্যাদি। ফলে তথ্য মালিকানা সংরক্ষিত থাকে। এই ব্লক চেইনে তথ্য সংরক্ষণ করলে কোনো ব্লকের তথ্য পরিবর্তন করতে চাইলে, চেইনের প্রতিটি ব্লক পরিবর্তন করতে হয়। এটি অসম্ভব। ফলে তথ্য বদলানো যায় না কোনোভাবে, হ্যাকিংয়েও।

তৃতীয় এই ব্লক চেইন অলিম্পিয়াডে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। নাম ‘মেস বুক’। গতকাল বুধবার মানে ৮ জুন তারা সবাইকে হারিয়ে দিয়েছেন। গিয়েছেন ঢাকায়ও। কৃষিবিদ ইনস্টিটিউট, বাংলাদেশে ফাইনালে লড়েছেন। মূল দুজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি)’র মেধাবী ছাত্র। অস্টম ব্যাচের আহমেদ সাজ্জাদ, অন্যজন তার বন্ধু রাজীব রায়হান। দলের বাকিরা ঢাকার নামকরা ও প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভাসিটির ছাত্রী মীম ইয়া জান্নাত ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হৃদয় সাহা। টিম লিডার সাজ্জাদ। চ্যাম্পিয়ন প্রজেক্টটি হলো-‘রিয়েল ট্রাস্ট প্রজেক্ট’। প্রজেক্টটিতে ব্লক চেইন টেকনোলজিতে রিয়েল এস্টেট বা আবাসন খাতে কাজ করা যাবে।

বাংলাদেশ ব্লক চেইন অলিম্পিয়াড ২০২০ সালে শুরু। এবার ৬ থেকে ৮ জুন টানা তিনদিন হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে আয়োজন করেছে। স্টুডেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৫০টি দল লড়েছে। প্রতিটি চারজনের। প্রফেশনাল ক্যাটাগরিতে মোট ১০টি দল। প্রতিযোগিতায় মোট ১৮০টি প্রজেক্ট প্রপজাল জমা পড়েছে। সেরাগুলোর প্রজেক্ট প্রদর্শনী হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউটের প্রদর্শনী হলে। শিক্ষার্থী ক্যাটাগরিতে ‘মেস বুক’ আর প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন টিম ‘লেভর’।

মেস বুকের টিম লিডার সাজ্জাদ বলেছেন, ‘সবার শিক্ষকদের সহযোগিতা, অনুপ্রেরণা আমাদের ভালো করার স্পৃহাকে বেগবান করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার খুব ভালো লাগছে। চ্যাম্পিয়নশিপের প্রাপ্তি আমাদের আরো ভালো কাজ করার উৎসাহ বাড়িয়ে দিয়েছে।’

রাজীব বলেছেন, ‘আমিও খুব আনন্দিত। অসাধারণ মুহূর্ত গেল আমাদের। বিশ্ববিদ্যালয়গুলোকে দেশ ও দেশের বাইরে এভাবে উপস্থাপন করে যেতে চাই। এ অর্জনের মাধ্যমে জুনিয়রা অনুপ্রাণিত হবে। এ ধরণের প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়কে বিশ্বে আরো বেশি সংযুক্ত করবে।’

তাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনকে বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে আইটি ফেয়ার, প্রগ্রামিং কনটেস্ট, প্রযুক্তির বিভিন্ন সেমিনারের আয়োজন বাড়াতে হবে। যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে সুযোগ বাড়ানো সহজ। কার্যকরও। সুযোগ তৈরি করতে হবে।’

তাদের উপাচার্য অসাধারণ এই অর্জনে খুব খুশি, ‘ওরা আমাদের রত্ম। আমি আমার সন্তানদের নিয়ে আনন্দিত, পুলকিত, গর্ববোধ করছি। এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবার ও পুরো পাবনার গর্ব। আমি প্রত্যাশা করি, ছেলে, মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে। তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।’

শিক্ষার্থী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ও দুই লাখ টাকা প্রাইজমানি পেয়েছে মেস বুক। লেভর পেশাদার দল বলে সেখানে চ্যাম্পিয়ন হিসেবে পাঁচ লাখ টাকা ও ক্রেস্ট জয় করেছে। ছাত্র, ছাত্রী বিভাগে প্রতিযোগিতার বাকি দুটি সেরা দল ‘ব্লু কৃষ্টাল’ ও ‘স্পন্দন’। তারা ক্রেস্ট ও প্রাইজ মানি জয় করেছেন।

ছবি : মেস বুকের তিন সদস্য ও তারা অতিথি এবং বিচারকদের কাছ থেকে পুরস্কার জয় করে নিচ্ছেন।

ওএস।

Header Ad
Header Ad

৬৪ জেলা নিয়ে তৃণমূল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

দেশের তৃণমূল পর্যায়ের ফুটবলকে জাগিয়ে তুলতে বড় পরিসরের একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত “কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, খুব শিগগিরই দেশের ৬৪ জেলার অংশগ্রহণে একটি জাতীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি কাঠামো তৈরি করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব বলেন, “জেলা ফুটবল আয়োজনের জন্য আমরা বাফুফেকে একটি কাঠামো ডিজাইন করতে বলেছি। আশা করছি তারা খুব দ্রুতই আমাদের সেই পরিকল্পনা দেবে। আগামী দুই-তিন মাসের মধ্যেই ৬৪ জেলার অংশগ্রহণে আমরা এই টুর্নামেন্ট শুরু করবো।”

ক্রীড়া উপদেষ্টা এ সময় সরকারের ক্রীড়া খাতে ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “বিএসপিএকে ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। এটি খেলোয়াড়দের মধ্যে স্বপ্ন ও অনুপ্রেরণা জোগাবে। আমরা ক্রীড়াঙ্গনে কাঠামোগত সংস্কারে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আমরা বিশ্বাস করি, ক্রীড়াক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও প্রণোদনা নিশ্চিত করতে পারবো।”

উল্লেখ্য, দেশের তৃণমূল পর্যায়ের ফুটবলে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো প্রতিযোগিতা না থাকায় নতুন প্রজন্মের প্রতিভা হারিয়ে যাচ্ছে বলে মনে করেন ক্রীড়াবিদরা। ক্রীড়া উপদেষ্টার এই ঘোষণাকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

Header Ad
Header Ad

আগামীকাল শনিবার রাজধানীতে “মার্চ ফর গাজা”, পাঁচটি স্থান থেকে শোভাযাত্রা শুরু

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ”-এর উদ্যোগে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বৃহৎ সংহতি কর্মসূচি—“মার্চ ফর গাজা”।

শনিবার, ১২ এপ্রিল, বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচিতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সকল রাজনৈতিক ও অরাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক স্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। গণজমায়েতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।

বিকেল ৩টার জমায়েতের আগে রাজধানীর পাঁচটি স্থান থেকে দুপুর ২টায় শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাগুলো নির্ধারিত গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। শুরুর স্থান ও প্রবেশপথগুলো হলো—

১. বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে রমনা গেইটে প্রবেশ।
২. কাকরাইল মোড় থেকে শুরু হয়ে মৎস ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইটে প্রবেশ।
৩. জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে টি.এস.সি গেইটে প্রবেশ।
৪. বখশীবাজার মোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে টি.এস.সি গেইটে প্রবেশ।
৫. নীলক্ষেত মোড় থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে টি.এস.সি গেইটে প্রবেশ।

বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, দিনটিতে টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে সব রাস্তায় বিশেষ ব্যবস্থা রাখা হবে এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাধারণ দিকনির্দেশনায় অংশগ্রহণকারীদেরকে নিজ দায়িত্বে পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

তাছাড়া, রাজনৈতিক প্রতীকের পরিবর্তে শুধুমাত্র ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজকরা আহ্বান জানিয়েছেন—মানবতার পক্ষে দাঁড়াতে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে সবাই যেন পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন।

Header Ad
Header Ad

অবশেষে নতুন চুক্তি সালাহর, লিভারপুলে থাকছেন ২০২৭ পর্যন্ত

মিসরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই দেখা যাবে তাকে।

৩২ বছর বয়সী এই তারকার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি গ্রীষ্মে। তিনি নিজেও কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন যে, এটি হতে পারে তার লিভারপুল ক্যারিয়ারের শেষ মৌসুম। তবে শেষ পর্যন্ত ক্লাবের নতুন কোচ আর্নে স্লটের অধীনে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সালাহর নতুন চুক্তির আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস এই আলোচনার নেতৃত্ব দেন এবং নিয়মিত যোগাযোগ রাখেন সালাহর এজেন্ট রামি আব্বাস ইসার সঙ্গে। বিভিন্ন সূত্রে শোনা গেলেও, ইএসপিএন জানিয়েছে—বেতন কমানোর কোনো শর্ত ছিল না আলোচনায়।

নতুন চুক্তি সইয়ের পর সালাহ বলেন, “অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। আমাদের এখন দারুণ একটা দল আছে। আমি বিশ্বাস করি, আমরা আরও ট্রফি জিততে পারব এবং আমি আমার ফুটবল উপভোগ করতে পারব।” তিনি আরও বলেন, “এখানে আমার সেরা সময় কেটেছে। আমি আট বছর খেলেছি, আশা করছি সেটা দশ বছরে পৌঁছাবে। এখানে জীবন ভালো কাটছে, ফুটবলও উপভোগ করছি।”

২০১৭ সালে ইতালির রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। প্রায় ৪০০ ম্যাচে অংশ নিয়ে জিতেছেন সাতটি বড় ট্রফি, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে তার গোল সংখ্যা ৩২টি, যার মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে।

লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ের লড়াইয়ে এ মৌসুমে সবচেয়ে বড় ভরসা ছিলেন সালাহ। মার্চে সাউদাম্পটনের বিপক্ষে তার জোড়া গোল তাকে লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

চলতি গ্রীষ্মে চুক্তি শেষ হতে যাওয়া তিনজন খেলোয়াড়ের মধ্যে সালাহই প্রথম, যিনি নতুন করে চুক্তি করলেন। বাকি দুই তারকা ভার্জিল ভ্যান ডাইক এবং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে ভ্যান ডাইক জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৬৪ জেলা নিয়ে তৃণমূল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
আগামীকাল শনিবার রাজধানীতে “মার্চ ফর গাজা”, পাঁচটি স্থান থেকে শোভাযাত্রা শুরু
অবশেষে নতুন চুক্তি সালাহর, লিভারপুলে থাকছেন ২০২৭ পর্যন্ত
পহেলা বৈশাখের শোভাযাত্রায় হাসিনার মুখাবয়ব
ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল ওপেনএআই
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প
অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন আটক
বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ডলারের বড় পতন, রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৭ দেশ, বাড়ছে বিশ্বজনমত
মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীনের পাল্টা জবাব
নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ফুটবল মাঠ পেরিয়ে হলিউডে ক্রিশ্চিয়ানো রোনালদো
পুলিশের চাকরি পেতে সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন: সারজিস
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, গণশুনানির প্রস্তুতি শুরু
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
মঙ্গল শোভাযাত্রার নতুন নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ‘চোর’ বললেন সিদ্দিকী নাজমুল
গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আবারও অস্থিরতার আশঙ্কা
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে ‘রাইড ফর প্যালেস্টাইন’ র‌্যালি