পরিবেশ দিবসে ১০ দেশের ১শ পরিবেশবিদের মিলনমেলা
পরিবেশ দিবসের কথা আমরা সবাই জানি। বিশ্বের পরিবেশ দিবস ৫ জুন। সারা দুনিয়ার সবগুলো দেশ, উপনিবেশ আর অঞ্চলগুলো খরা, যুদ্ধ, সংঘাত ও আনন্দ ভুলে পালন করে একত্রে। এই লেখার লেখক রাজশাহী বিশ্ববিদ্যালযের নাট্যকলা বিভাগের প্রথম শ্রেণিতে তৃতীয় এবং আইসিসিআর স্কলার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের প্রথম শ্রেণিতে প্রথম, নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নবনীতা চক্রবর্তী জানিয়েছেন, তাদের এশিয়ান নেটওয়ার্ক অব ইয়ুথ ভলানটিয়ার্স সোসাইটি (এএনওয়াইভি) ৫০তম বিশ্ব পরিবেশ দিবস গতকাল যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে। তিনি তাদের সাধারণ সম্পাদক।
বিশ্ব পরিবেশ দিবসের সুবর্ণজয়ন্তী ও উপকূলীয়, নদীমাতৃক বাংলাদেশের সুবর্ণজয়ন্তী একই বছরে। এএনওয়াইভি আন্তর্জাতিক, জাতীয় পরিবেশবিদ, বিশেষজ্ঞ, পরিবেশকর্মী, চিন্তাবিদ ও শিক্ষাবিদদের নিয়ে দিবসটিতে নানা আয়োজন করেছে। আমাদের দেশে এই সংগঠন আয়োজন করেছে মোট ১০টি দেশের ১শ সক্রিয় কর্মীর অংশগ্রহণে আন্তর্জাতিক ওয়েবিনার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম কৃতি ছাত্রী নবনীতা জানিয়েছেন, গতকাল বিশ্ব পরিবেশ দিবসের ৫০তম বার্ষিকীর আন্তর্জাতিক এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন নামকরা কৃষি অধ্যাপক ও বিজ্ঞানী-জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামী অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড, শেখ তাওহিদুল ইসলাম, বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ ই-গর্ভনেন্সের প্রধান কৌশলবিদ ফরহাদ জাহিদ শেখ, এশিয়ান ইনস্টিটিউট অব থাইল্যান্ডের (এআইটি) বঙ্গবন্ধু চেয়ার ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিখ্যাত অধ্যাপক ড. জয়শ্রী রায় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এএও) দেশগুলোর সরকারি নীতি ও কৌশল স্থাপন বিষয়ক পরামর্শবিদ ড. মিজানুর রহমান। ভোট অব থ্যাংকস প্রদান করেছেন এএনওয়াইভি’র সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিএসই বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রশীদুল হাসান।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবেও অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স বাংলাদেশর (ইউল্যাব) পার্ট-টাইম ভিজিটিং রিসার্চ ফেলো ড. হাসিব মোহাম্মদ ইরফানুল্লাহ।
বিখ্যাত এই মানুষদের নিয়ে এএনওয়াইভি বিশ্ব পরিবেশ দিবসের সুবর্ণজয়ন্তী পালন শুরু করে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদশনে। তারুণ্যের এই অন্যতম এশীয় প্ল্যাটফর্মে আমন্ত্রণ ও স্বাগত বক্তব্য প্রদান করেছেন আন্তর্জাতিক সম্পাদক খাদিজা আক্তার।
তারা সবাই বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর দূষণ রোধ, প্রতিবন্ধকতাগুলো, সরকারের উদ্যোগ, স্বেচ্ছাসেবীদের কাযক্রম, করণীয়, কষি, খাদ্য নিরাপত্তায় টেকসই পদক্ষেপ, পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে আলোচনা, কমপন্থা ও ভাবনাগুলোর প্রকাশ করেছেন বলে জানিয়েছেন অন্যতম আয়োজক নবনীতা চক্রবর্তী। তিনি ওয়েবিনারটির উপস্থাপনা করেছেন।
তারা সবাই বলেছেন, যেকোনো দেশের পরিবেশ বাঁচানো মানে বিশ্বের পরিবেশ বাঁচানো। একটি বাড়িতে একটি গাছ রোপন মানে বিশ্বের জন্য একটি অক্সিজেন ভান্ডার তৈরি।
তারা সবাইকে ধন্যবাদ দিয়েছেন এএনওয়াইভি’র কর্মী ও এশিয়ার তরুণদের পরিবেশ প্ল্যাটফর্মের কর্মী মাহমুদুল হক শুভ, রাজিয়া সুলতানা, মালা ভৌমিক, জেরিন, আঁখি, আকাশ প্রমুখসহ সংগঠনের সব সদস্যকে।
ছবি: উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ ও উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ড. শেখ তাওহিদুল ইসলাম ও কৌশলবিদ ফরহাদ জাহিদ শেখ, অধ্যাপক ড. জয়শ্রী রায় ও প্রভাষক নবনীতা চক্রবর্তী।
ওএস/