বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল

লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আজ সোমবার কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জীবনে এক অনন্য দিন। জন্মদিনে ছাত্র, ছাত্রীদের ভালোমন্দ খাওয়াতে পারেননি, তাদের নাচ, গান, কনসার্টের আয়োজন করতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। তবে তিনি ও তারা মিলে এনেছেন বাংলাদেশের গর্ব, প্রখ্যাত শিক্ষাবিদ ও অসাধারণ শিশু সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে।
আজ বহু বছরের অর্জন হিসেবে মনে রাখার মতো এই অয়োজনে এসেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনন্য এই অধ্যাপক।
কলা ও মানসিক অনুষদ অনুষদ ‘সমকালীন সাহিত্য প্রসঙ্গে’ নামের বিশেষ একটি আলোচনা সভার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করে এনেছেন অবিশ্বাস্য জীবনবোধসম্পন্ন এই মানুষটিকে।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আমার দুঃখ হয়, মুক্তিযুদ্ধের ওপর সে রকম অতি উচ্চমানের কোনো লেখা হয়নি। আমার ভাই অধ্যাপক ড. হ হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প আছে। এই মহান মুক্তিযুদ্ধ দেশের সব অংশের সব শ্রেণীর সব মানুষকে, তাদের জীবনগুলো স্পর্শ করেছে।’
‘মুক্তিযুদ্ধ এমনই এক বিস্ময়কর ও ঐতিহাসিক অর্জন যে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের কোনো না কোনো স্মৃতি রয়েছে।’
তিনি আরো বলেছেন, ‘আমাদের জন্মভূমি বাংলাদেশ। এই দেশের র্দুনীতি, অপরাধ নিয়ে সবাই লিখছি। ফলে খারাপ বিষয়গুলো পরিচিতি পাচ্ছে। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে দেখার অপেক্ষা করছি-আমার মাতৃভূমির সত্যিকার সাহিত্য, সুন্দর, ভালো কর্মগুলো সারা বিশ্বে আমাদের সমৃদ্ধি হিসেবে পরিচিত হচ্ছে।
বাংলাদেশের অন্যতম প্রধান শিশু সাহিত্যিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তী অধ্যাপক, তারুণ্যের আইডল অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল আরো বলেছেন, ‘এই কাজগুলোতে আমাদের যে কোনো দোষ নেই, তা আমি মনে করি না। আমরা যে লেখাগুলো লিখি, সেগুলো পরিধিতে ছোট্ট। আমাদের এখানেও প্রচুর রোমান্স আছে। মানুষের দারিদ্র এবং কষ্টগুলো উঠে আসে। তবে পৃথিবীটিতে মানুষের যেসব নানা অভিজ্ঞতা হয়, সেগুলো আমাদের লেখায় আসে না।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ.এম. আবদুল মঈন এরপর বলেছেন, ‘আমি ভালোর পক্ষে, খারাপের পক্ষে নই।’
তিনি আরো বলেছেন, ‘কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচায সমালোচিত হওয়ার মানে, বিশ্ববিদ্যালয়টিই সমালোচিত হওয়া। যেকারো, যেকোনো কিছুর সমালোচনার সংস্কৃতি বাদ দিয়ে অ্যাকাডেমিক পড়ালেখা ও গবেষণার অনুশীলনের মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয়কেই আমরা শিক্ষা ও গবেষণা এবং সংস্কৃতি চর্চায় আরো অনেক দূরে নিয়ে যেতে পারব।’
‘নিজেদের আরো ওপরের দিকে তুলতে পারবো’, বলে জানিয়েছেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. এ. এফ.এম. আবদুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।
আরো আলোচনা করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন বাংলার সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম।
সভাপতি ছিলেন কলা ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা।
তিনি বলেছেন, ‘আমাদের দেশে কলা ও মানবিকের বিভাগগুলো এখন অনেকটা হাসি-ঠাট্টার বিষয়। বিজ্ঞান আমাদের যে মারণাস্ত্র উপহার দিয়েছে তা দান হলেও মানবিক বিষয়াবলী, সাহিত্য আমাদের মানবিক মানুষ হতে সহায়তা করে। এই চর্চাগুলো ছাড়া মানবিক মানুষ হওয়া সম্ভব হয় না।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন ইংরেজির প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাস। আলোচনা করেছেন বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান। আলোচক ছিলেন ইংরেজির অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।
সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলার সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, ইংরেজির শারমীন আক্তার।
ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সব অনুষদের ডিন, সব হল প্রাধ্যক্ষ, সব বিভাগের প্রধান, সব বিভাগের অধ্যাপক এবং প্রায় সব ছাত্র, ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী।
ওএস।

Header Ad
Header Ad

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারত, নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে গত ১৩ এপ্রিল গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআরের কাস্টমস উইং। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত শুধুমাত্র সুতা ও আলু আমদানি করা যাবে। অন্যসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিধি আরও ব্যাপক। ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একই সঙ্গে পূর্বে জারি করা এসআরও নং ২৯৭-আইন/২০২৪/৮৯/কাস্টমস-এর কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করে পণ্যের তালিকা হালনাগাদ করা হয়েছে। তবে ‘সব রপ্তানিযোগ্য পণ্য’ আমদানির ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল রাখা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা মূলত স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ রি-এক্সপোর্ট ও রিরাউটিং বন্ধ এবং টেক্সটাইল, কাগজ, সিরামিকসহ কিছু গুরুত্বপূর্ণ খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এনবিআরের এই সিদ্ধান্ত দেশীয় শিল্পকে সহায়তা করলেও আমদানি নির্ভর কিছু খাতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে, স্বনির্ভরতা অর্জনে এমন সিদ্ধান্ত সময়োপযোগী।

Header Ad
Header Ad

ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে ভয়াবহ ও হৃদয়বিদারক একটি ঘটনার জন্ম দিয়েছে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায়। উপজেলার রামপুর বিলের একটি ভূট্টা ক্ষেত থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জুঁই খাতুন (৬) নামের এক শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের মুখমণ্ডলে ছিল পোড়া ও ক্ষতবিক্ষত চিহ্ন, গলায় প্যান্ট পেঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

নিহত শিশু জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে জুঁই তার দাদার বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে স্থানীয়রা রামপুর বিলের একটি ভুট্টা খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। শিশুটির গায়ে কোনো কাপড় ছিল না, মুখে ছিল দাহ্য পদার্থে ঝলসানোর চিহ্ন এবং তার পড়নের প্যান্ট গলায় পেঁচানো ছিল।

নিহত শিশুর মা মমিনা খাতুন বলেন, "মেয়েটা প্রায়ই দাদার বাড়ি যেত। কিন্তু গতকাল রাতে যখন খোঁজ নেই, তখন জানতে পারি সে সেখানে যায়নি। সারারাত খোঁজাখুঁজি করেও পাইনি। আজ সকালে লাশ পাওয়া গেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।"

দাদি জহুরা খাতুন বলেন, "নিজে খুঁজতে বেরিয়ে ভুট্টা খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখি। আমি এই ঘটনার জন্য দোষীদের ফাঁসি চাই।"

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান,"শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

ঘটনার পর চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম এবং বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এখন পর্যন্ত শিশুটির পরিবারের সদস্যরা বা পুলিশ কেউই নিশ্চিত নয় কে বা কারা এই নৃশংস ঘটনার সাথে জড়িত। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Header Ad
Header Ad

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে গত রোববার (১৩ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।”

তবে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে মারুফ কামাল খান লেখেন, “খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনও ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে।”

রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের এ সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণ বা ঐক্য গঠনের ইঙ্গিত দিচ্ছে কিনা—তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা