আজ সেইদিন যেদিন দিন-রাত সমান
মহাবিশ্বের প্রতিটি গ্রহ ও উপগ্রহ যার যার কক্ষপথে প্রতিনিয়ত আবর্তন করছে। পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ।
পৃথিবীর এ আবর্তনের ফলে আলোকিত দিকটা অন্ধকারে এবং অন্ধকারের দিকটা সূর্যের দিকে চলে আসে। অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে সেসব স্থানে দিন হয় এবং আলোকিত স্থান অন্ধকার হয়ে যায় বলে আবার অন্য স্থানে রাত হয়। এভাবে পর্যায়ক্রমে দিন এবং রাত সংগঠিত হচ্ছে মূলত আহ্নিক গতির কারণে।
চলমান নিয়মেই প্রতি বছর পৃথিবীর দুটি সময় ঘুরে আসে, যখন দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে। এর একটি দিন হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর।
সোমবার (২১ মার্চ) সূর্য উত্তর আর দক্ষিণ অয়নান্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর কিরণ দিচ্ছে। সেই হিসেবে এদিন পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান।
২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুব রেখার উপর অবস্থান নেয়। তাই পরদিন ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।
অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর থেকে সূর্যের চারদিকে আপন কক্ষপথে পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে শুরু করে। আবহাওয়াও উত্তরা বাতাসে শীত থেকে শীতার্ত হয়। ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে পরবর্তী রাতগুলো।
এমএমএ/