সিনেমায় ফিরলেন ববি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। করোনাভাইরাসের কারণে গত দুই বছর নতুন কোনো সিনেমার শুটিং করতে পারেননি তিনি।
মাঝে করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই চিত্রনায়িকা। গত দুই বছরে শুধু একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে দেখা গেছে ববিকে। তবে কোনো সিনেমার কাজ করেননি তিনি।
এবার দুই বছর পর আবারও সিনেমায় ফিরলেন ববি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নির্মাতা রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’র মাধ্যমে বিরতি ভেঙে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভুবনে ফিরেছেন ববি।
চিরচেনা বিএফডিসির শুটিং ফ্লোরে এ সিনেমার শুটিংয়ে অংশ নেন এ তারকা। এতে ববির সহশিল্পী এ প্রজন্মের অভিনেতা সুদীপ বিশ্বাস (দীপ)।
কাজে ফেরা সম্পর্কে ববি বলেন, ‘করোনার সংক্রমণের মাত্রা যখন বেশি ছিল সেই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কয়েকদিন বাসা থেকে বের হয়েছিলাম। তখন হাত পা কাঁপছিল। আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন পরিস্থিতি কিছু স্বাভাবিক তাই কাজে ফিরেছি। আর কাজে ফিরতে পেরে মনে হচ্ছে নতুন জীবনে ফিরলাম।’
ববি আরও বলেন, ‘এই সিনেমার গল্প দারুণ। নতুনত্ব আছে। এতে আমার লুকের ভিন্নতা খুঁজে পাবেন দর্শকরা। রাশিদ পলাশের সঙ্গে আমার প্রথম কাজ এটি। আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
পুরো মাস ধরেই রাজধানী ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘ময়ূরাক্ষী’ মূলত প্রেম-প্রতারণার গল্প। তবে গল্পের মধ্যে দর্শক টুইস্ট পাবেন। বাকিটা এই মুহূর্তে বলা সম্ভব না। কারণ বাকিটা দর্শক সিনেমা হলে গিয়ে দেখবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।
এতে আরও অভিনয় করছেন নানা শাহ, শিরিন শিলা প্রমুখ।
এএম/টিটি