বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

হ্যাক হয়েছিলো মুন্নির প্রফাইল, মুখ খুললেন বুবলিও

ছবি:সংগৃহীত

গানবাংলা চ্যানেল এবং টিএম নেটওয়ার্কের চেয়ারম্যান ফারজানা মুন্নীর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে চর্চা। শনিবার ভোর রাতে সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে দাবি করা হয়, চিত্রনায়িকা বুবলী তার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

ফেসবুক পোস্টে লেখা হয়, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!

মুন্নীর এমন স্ট্যাটাসের পরেই আলোচনায় চলে আসেন তাপস-বুবলী। যদিও সেই স্ট্যাটাসটি কিছুক্ষন পরেই ফেসবুক থেকে মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষনে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিয়ে শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন মুন্নী। যেখানে তিনি দাবি করেছেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

মুন্নী লিখেছেন, ‘আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে। ধন্যবাদ সকলকে।’

বিষয়টি নিয়ে এদিন সকাল থেকে চুপ থাকলেও দুপুরের পর মুখ খুলেছেন বুবলী। সরাসরি জানিয়েছেন, এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধছে তার। 

বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে জানতে পারলাম। এ নিয়ে কথা বলতে রুচিতে বাঁধছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল। হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’

এই নায়িকা আরও বলেন, ‘কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানাভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তখনই এরা পরিবেশ কীভাবে নোংরা করবে সেই পায়তারা করছে।’

তাপস ও মুন্নীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বুবলী বলেন, ‘তাপস ভাই ও মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ ও সম্মানের। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সাথে আমার পরিচয়। আপু আমার অনেক বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এই দম্পতি আমাকে অনেক স্নেহ করেন। আমরা শিল্পী মানুষ, আমাদের কাজগুলো শৈল্পিক, তাই শুটিংয়ে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরত্বপূর্ণ। এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা যারা ট্রল করে তাদের নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে নেই।’

এদিকে, তাপসের টিএম ফিল্মস থেকে সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ‘খেলা হবে’ সিনেমাটিতে দেখা যাবে পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে!

গানবাংলার একটি সূত্র দাবি করেছে, ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি হ্যাক করে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। কে বা কারা এ কাজ করেছে তা বের করতে কাজ চলছে।

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার বিভিন্ন নির্দেশনা প্রদানের জন্য সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনটি হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের দেওয়া কিছু নির্দেশনাসমূহ হলো -

১. পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হল রুমে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোন পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

২. পরীক্ষার্থীরা কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তবে, ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এক কোণায় রেখে পরীক্ষা দিতে হবে।

৩. রোল নাম্বার ও সেট কোডে কোন প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। 

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলী মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। 

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করবেন।

৭. প্রতি ৫ টি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল দশটায় সি ইউনিট, বিকাল তিনটায় এ ইউনিট এবং ২৫ এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Header Ad
Header Ad

সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

সারা দেশে ফের সক্রিয় হয়েছে বৃষ্টির প্রবণতা। আগামী ২৪ ঘণ্টা থেকে শুরু করে টানা পাঁচ দিন বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন দেশের দিনভর তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরদিন শুক্রবার খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। ওই দিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা দুটোই সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Header Ad
Header Ad

সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি।

বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে দুই ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে দুপুর ২টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

এর আগে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাব।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার