ভারতে প্রথম সাইলেন্ট মিনি সিরিজ নির্মাণ করলেন ইন্দ্রনীল ব্যানার্জি
কলকাতার তরুণ চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল ব্যানার্জি। এর আগে ভারতের প্রথম হরর মিনি সিরিজ ও কলকাতার প্রথম সিটকম নির্মাণ করেও আলোচিত হয়েছিলেন তিনি।
এবার ভারতে প্রথমবার সাইলেন্ট মিনি সিরিজ নির্মাণ করলেন এই চলচ্চিত্র নির্মাতা। নতুন মিনি সিরিজটির নাম ‘এ সিনফুল স্টোরি’। এতে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিরিয়ালে পরিচিত মুখ আশিস পাঠক ও ঋদ্ধিমান খান। আরও অভিনয় করেছেন সায়ন্তনী মুখার্জি। এর ৩টি পর্ব রয়েছে। ধর্ম, কর্তব্য এবং কর্ম। শেষ পর্বে ৩টি পর্বের মধ্যে একটি সংযোগ দেখা যাবে যা দেখে দর্শকদের গায়ে কাঁটা দেবে।
আগামী ৯ সেপ্টেম্বর ইন্দ্রনীল ব্যানার্জির নিজস্ব ইউটিউব চ্যানেল ইউনিটি পিকচার্স-এ এই মিনি সিরিজটি অবমুক্ত করা হবে।
এ সম্পর্কে পরিচালক ইন্দ্রনীল ব্যানার্জি বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে আমি সবসময় সৃজনশীল ও চ্যালেঞ্জিং কাজ করতে চাই। এটা আমার ভালো লাগে। ভারতের প্রথম হরর মিনি সিরিজ, কলকাতার প্রথম সিটকম আমিই প্রথম নির্মাণ করেছি। বিশ্বাস করি আমার অন্যান্য কাজের মতোই এই কাজটিও দর্শকদের ভালো লাগবে। কারণ এই সিরিজের কোনো ডায়লগ নেই। শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে দৃশ্যগুলো দারুণভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আমার বিশ্বাস এই মিনি সিরিজটি সবার ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমি আমার প্রযোজক মৈত্রয়ী দেকে ধন্যবাদ জানাই যিনি আমাকে আমার মিনি সিরিজটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে দেখানোর এই সুযোগ করে দিয়েছেন। এই মিনি সিরিজের ধারণাটি এই সিরিজের চিত্রগ্রাহক তুহিন দাশগুপ্তের। নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য করেছি আমি।’
এর আগে ইন্দ্রনীল ব্যানার্জি বাংলাদেশের রংপুরে গ্লোবাল ইয়ূথ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কৃত হয়েছে। বর্তমানে সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও লস অ্যাঞ্জেলস সিনেফেস্ট এর জুরি হিসেবে কাজ করছেন ইন্দ্রনীল ব্যানার্জি।
এএম/এমএমএ/