লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ

ছবি: সংগৃহীত
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহৃত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তামাক ক্ষেতে কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের অপহরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহৃতদের মধ্যে মো. ভুট্টু ও আবু তাহের নামের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা ওই তামাক ক্ষেতের মালিক বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা নির্ণয়ে তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ এসে ঘরে থাকা চাষিদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই তাদের কোনো খোঁজ মিলছে না। অপহরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন দ্রুত তাদের উদ্ধার ও দায়ীদের শনাক্তে কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
