চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে দুই দিনের সম্মেলন শুরু
শিক্ষার সাথে শিল্পের যোগাযোগ ঘটাতে হবে : দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। শিক্ষার সাথে শিল্পের যোগাযোগ ঘটাতে হবে।’ শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই সম্মেলনের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভার্চুয়ালি বক্তব্য দিয়ে দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনেী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনের তথ্য তুলে ধরে দীপু মনি বলেন, ‘বিশ্বে যে শিশুরা এখন স্কুলে প্রবেশ করছে, তাদের ৬৫ শতাংশের জন্য নতুন চাকরির সুযোগ নেই। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরির এখনই মোক্ষম সময়। আশা করি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সক্ষম হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বুঝতে হবে যে, আমরা যদি আমাদের শিল্পের জন্য প্রয়োজনীয় জনশক্তি তৈরিতে ব্যর্থ হই, তাহলে তারা বাইরে থেকে দক্ষ জনশক্তি খুঁজবে। আগের তিনটি শিল্প বিপ্লবে বাংলাদেশ অংশ নিতে পারেনি। আমরা এবারের সুযোগ হারাতে চাই না। চতুর্থ শিল্প বিপ্লবে আমরা অংশ নিতে চাই ‘
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বলেন, ‘নতুন নতুন প্রযুক্তি মানুষের চিন্তা, মূল্যবোধ, কাজ ও জীবনের সবক্ষেত্রে প্রভাব ফেলছে। এর সঙ্গে তাল মিলিয়ে বিনোদন, শিক্ষা ও কর্মসংস্থানে পরিবর্তন আসছে। শুধু শিক্ষার্থী নয়, চতুর্থ শিল্প বিপ্লবের এই সুযোগ যে কেউ কাজে লাগাতে পারে। সেখানে উচ্চ শিক্ষার বড় দায়িত্ব সমাজে ডিজিটাল লিটারেসি বাড়ানো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ইউজিসি আয়োজিত এ সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে তিনজন নোবেল বিজয়ী--অলিভিার হার্ট, কন্সটানটিন নভাস্লভ, তাকাকি কাজিতিা--এবং বিশ্বের সাতজন বিশ্বখ্যাত বিজ্ঞানীসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও গবেষক অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১১ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
এপি/