নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ইলন মাস্ক, পরপর দুই বছর মনোনীত

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
বাকস্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ভূমিকার জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস এই তথ্য নিশ্চিত করেছেন।
ইতিমধ্যেই নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে মাস্কের মনোনয়ন সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে। মূলত, বাকস্বাধীনতা ও মানবাধিকারের স্বপক্ষে তার অবস্থানের কারণেই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে।
এটি প্রথমবার নয়, এর আগেও ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। সে সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি সমর্থন ও বাকস্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার কারণে তার নাম মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
পরপর দুই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় প্রযুক্তি বিশ্বে এটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এবার তিনি পুরস্কার জিততে পারেন কি না, তা নিয়েও চলছে জল্পনা।
