জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বৃদ্ধি

ছবি: সংগৃহীত
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়িয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে। নতুন দাম শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী:
ডিজেল: ১০৫ টাকা (আগে ১০৪ টাকা)
কেরোসিন: ১০৫ টাকা (আগে ১০৪ টাকা)
অকটেন: ১২৬ টাকা (আগে ১২৫ টাকা)
পেট্রোল: ১২২ টাকা (আগে ১২১ টাকা)
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশ্ববাজারে তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে দাম নির্ধারণ করা হচ্ছে। এ হিসেবেই ২০২৫ সালের জানুয়ারির মূল্য সমন্বয় করে ফেব্রুয়ারির জন্য নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য কার্যকরের ফলে গণপরিবহন ও পণ্য পরিবহনে কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
