রংপুরের টানা চতুর্থ হার, প্লে-অফের দৌড়ে টিকে রইলো খুলনা

ছবি: সংগৃহীত
রংপুর রাইডার্সের টানা আট জয়ের পর চতুর্থ হার, এবং এই হারের ফলে প্লে-অফে যাওয়ার পথে খুলনা টাইগার্সের আশা এখনও বেঁচে রইল। বৃহস্পতিবার খুলনা টাইগার্স রংপুরকে ৪৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে তাদের প্লে-অফের দৌড়ে টিকে থাকার সম্ভাবনা জীবিত রাখে।
খুলনার জয়ে বড় ভূমিকা রাখেন ওপেনার নাঈম শেখ, যিনি একটি দারুণ সেঞ্চুরি করেছেন। তার ১১১ রানের ইনিংসে ৮টি ছক্কা ও ৭টি চার ছিল, যা খুলনাকে ৪ উইকেট হারিয়ে ২২০ রানে পৌঁছাতে সাহায্য করে।
রংপুরের জবাবে সৌম্য সরকার ৫০ রান করলেও দলের জন্য তা যথেষ্ট ছিল না। তার সঙ্গে অন্য ব্যাটসম্যানরাও ব্যর্থ হন, ফলে তারা ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থেমে যায়।
টস জিতে প্রথমে ব্যাট করা খুলনার ওপেনার মেহেদী মিরাজ ১২ বলে ২১ রান করেন, ও উইলিয়াম বসিস্টো ২১ বলে ৩৬ রান যোগ করেন। মাহিদুল অঙ্কনও ১৫ বলে ২৯ রান করে দলের সংগ্রহ বাড়াতে সাহায্য করেন।
রংপুরের বোলিংয়ে ওয়াসিম আকরাম ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। মোহাম্মদ নওয়াজ ১ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন। তবে আবু হায়দার রনি খরুচে ছিলেন, ৪ ওভারে ৫৪ রান দেন।
এই জয়ে খুলনা প্লে-অফে যাওয়ার জন্য তাদের লড়াই চালিয়ে যাবে, তবে রংপুরের জন্য চতুর্থ পরপর হার তাদের জন্য বড় ধাক্কা।
