ঢাবিতে ভর্তি, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাদ: উপাচার্য
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য । ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ সেশন থেকে ভর্তি পরীক্ষায় শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা থাকছে। তবে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির কোন কোটা থাকছে না।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা বারোটার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ করে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি জানান, এবারের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোন রকমের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় নি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে । শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রেখে নাতি-নাতনিদের কোটা বাদ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতি সিটের বিপরীতে এবার ৪৩ জন লড়াই করছে। সকলে টিকবে না কিন্তু সার্বিকভাবে অনেক কিছু শেখার থাকে। এর মাধ্যমে সাহস বাড়ে। এছাড়া এবছর অভিভাবকদের সবার জন্য আলাদা ছাউনির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ১,২৫,৫০০ জন। আবেদনকারীদের মধ্যে ৫৬৩৩০ জন বিজ্ঞান শাখা, ৫৫১৬৫ জন মানবিক শাখা এবং ১৪০০৫ জন ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।
এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ২৯৩৪টি, এর মধ্যে মানবিক শাখায় ১৭০৭টি, বিজ্ঞান শাখায় ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসন রয়েছে। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর অনুপাত ৪২.৭৭ জন।