পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শাবিপ্রবি থেকে সরল পুলিশ
উপাচার্যের পদত্যাগের দাবিতে সোমবার (১৭ জানুয়ারি) সারাদিন চলছিল আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে চাপা উত্তেজনা। পরে মাঝরাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ ও জলকামানসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) রাত ১১টায় পররাষ্ট্রমন্ত্রীর লগো সম্বলিত গাড়ি নিয়ে ড্রাইভারসহ তিন সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের সাদরে গ্রহণ করেন।
তিন সদস্যের মাঝে পররাষ্ট্রমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি শফিউল আলম জুয়েল পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। পররাষ্ট্রমন্ত্রী এ হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নেবেন। ক্যাম্পাসের প্রধান ফটকসহ অন্যান্য স্থানে অতিরিক্ত সব পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেবেন। এ সময় তারা শিক্ষার্থীদের সহিংসার পথে না গিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে বলেন।
উপাচার্যের বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে বলেও পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি শফিউল আলম জুয়েল।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে সিলেটের প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি জুয়েল বলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ আমাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন মন্ত্রী।
এসইউ/টিটি/