অচল নাগরিক দিয়ে সোনার বাংলা হবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অচল নাগরিক দিয়ে আমাদের সোনার বাংলা হবে না। সোনার মানুষ অচল মানুষ নয়। সে হবে সৎ, সে হবে সহমর্মী, সে হবে পরমতসহিষ্ণু, সে হবে অসাম্প্রদয়িক, সে হবে অন্যের সঙ্গে কাজ করা মানুষ। সে হবে মানবিক মানুষ এবং তার হাতের কলমে তার দক্ষতা থাকবে। সে জানবে সে কী করছে, সে জানবে পড়াটাকে কীভাবে ধারণ করতে হয়, সে জ্ঞানকে কীভাবে প্রয়োগ করতে হয় তা সে জানবে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৩ কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, শুধুমাত্র জ্ঞানভিত্তিক শিক্ষা এ যুগের জন্য অচল। শিক্ষার্থীদের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং এগুলো করতে হলে শুধু জ্ঞানভিক্তিক শিক্ষা দিয়ে হবে না। শিক্ষার্থীকে সেজন্য জ্ঞানের, দক্ষতা, যোগ্যতা অর্জন করতে হবে। মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। তার সৃজনশীলতা থাকতে হবে। যোগাযোগের দক্ষতা, চিন্তা-ভাবনার দক্ষতা, সমস্যা নিরূপনের দক্ষতা অর্জন করতে হবে। একইসঙ্গে কাজ করার দক্ষতা থাকতে হবে। এই দক্ষতাগুলো যদি অর্জন করতে না পারে তাহলে শিক্ষার্থীরা বিশ্বে নিজেকে অচল প্রমাণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, জ্ঞাননীতি সত্য হলো আত্মার রক্ষাকবজ। শিক্ষার উদ্দেশ্যই হলো অন্তরকে আলোকিত করা। অন্তরের মধ্যে যদি কোনো অন্ধকার থাকে সেটাকে দূরীভূত করে শিক্ষা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে চারুকলা, প্রকৌশল, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, সামাজিকবিজ্ঞান, আইন, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং কলা অনুষদের ৯৬ জনকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’, দর্শন বিভাগের ৫ শিক্ষার্থীকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’, চিকিৎসা অনুষদের ২ শিক্ষার্থীকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ প্রদান করা হয়।
এসজি