শাবিপ্রবির প্রাধ্যক্ষের কক্ষে তালা, সন্ধ্যায় ছাত্রীদের সিদ্ধান্ত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার্থীরা নানা অভিযোগে আন্দোলনে নেমেছে। উঠে এসেছে তিন দফা দাবিও। এ আন্দোলনের রেশ ধরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত ছাত্রীরা। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে ছাত্রীরা হলের ওই দুই কক্ষে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনরত ছাত্রীরা জানিয়েছেন, আজ শনিবার সন্ধ্যা ৭টায় তাদের বেঁধে দেওয়া সময় শেষ হবে। এর মধ্যে তাদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়িত না হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। দাবিগুলো হলো সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, অবিলম্বে হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগ।
সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষের কক্ষ (কক্ষ নম্বর ১০৭) ও সহকারী প্রাধ্যক্ষদের কক্ষে (কক্ষ নম্বর ১০৮) দরজায় বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার সাঁটিয়ে দিয়েছেন ছাত্রীরা। তবে আজ সকাল থেকে আন্দোলনরত কোনো শিক্ষার্থীদের উপাচার্য কার্যালয়ের সামনে দেখা যায়নি। আন্দোলনরত একাধিক ছাত্রী বলেন, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তাদের তিন দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সন্ধ্যা ৭টার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ছাত্রীদের বেঁধে দেওয়া সময়সীমার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবির বলেন, ছাত্রীদের সঙ্গে বৈঠকে উপাচার্য স্যার তাৎক্ষণিকভাবে ওয়াইফাই সমস্যা, খাবারের মানসহ যাবতীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন। তাৎক্ষণিক সেসব সমাধান করা হয়েছে।
প্রাধ্যক্ষ কমিটির পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। এ বিষয়ে উপাচার্য স্যার ছাত্রীদের গতকাল বলে দিয়েছেন।’
এর আগে বেগম সিরাজু্ন্নেসা চৌধুরী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বর্তমান প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় জোবেদা কনককে এই দায়িত্ব দেওয়া হয়।'
টিটি/