ইউসেপ'র টেকনিক্যাল স্কুলে কারিগরি শিক্ষা চালু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জেএসসি পর্যায়ে কারিগরি শিক্ষা (ভোকেশনাল) চালু হচ্ছে। এর অংশ হিসেবে ইউসেপ পরিচালিত বিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। ইউসেপ-এর ৩২টি টেকনিক্যাল স্কুলে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউসেপ বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। সমঝোতা অনুসারে চলতি শিক্ষাবর্ষ থেকে ইউসেপ-বাংলাদেশ নিজেদের শিক্ষাক্রম বাদ দিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান এবং ইউসেপের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল করিম এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব আমিনুল ইসলাম খান।
আগে থেকেই সরকারি ১৩৪টি টেকনিক্যাল স্কুলে জেএসসি পর্যায়ে ভোকেশনাল শিক্ষাক্রমে পাঠদান চলছে। এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জেএসসিতে ভোকেশনাল চালুর উদ্যোগ নেয়া হলো।
এপি/