শিক্ষা প্রতিষ্ঠানেও ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্টের ব্যাপারে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মাদক সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের নতুন প্রজন্ম যাতে বিপথগামী না হয়, তাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ সেদিকে যেন তারা দৃষ্টি রাখে, ভুল পথে না যায়, সেজন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা মনে করি, তাদের লক্ষ্য ঠিক রাখার জন্য তারা নিশ্চয়ই এই জায়গাটায় (মাদকের রাজ্যে) প্রবেশ করবে না।
এনএইচবি/এপি/