১১ দফা দাবিতে মতিঝিলে শেয়ারবাজার বিনিয়োগকারীদের সমাবেশ
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারের মন্দাভাব ও বিনিয়োগ সুরক্ষার দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ সমাবেশ করেছেন শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে হাজারের বেশি বিনিয়োগকারী সমবেত হন। সেখানে ১১ দফা দাবি তুলে ধরে পুঁজিবাজারের স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বিনিয়োগকারীদের ১১ দফা দাবি:
১. বিএসইসি ও আইসিবির চেয়ারম্যান অপসারণ – বর্তমান চেয়ারম্যানদের দ্রুত সরিয়ে নতুন যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
২. গেইন-ট্যাক্স প্রত্যাহার – বর্তমান বাজার পরিস্থিতির কারণে এই কর বাতিল করতে হবে।
৩. অযাচিত হস্তক্ষেপ বন্ধ – তদন্ত ও জেড গ্রুপে স্থানান্তরের মতো হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৪. জেড ক্যাটাগরি বিধান সংস্কার – এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই নিয়ম পরিবর্তন করতে হবে।
৫. কোম্পানির আয় থেকে ন্যূনতম ৫০% লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক করা।
৬. ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ডের পুঁজিবাজারে বিনিয়োগ শতভাগ কার্যকর করতে হবে।
৭. টাস্ক ফোর্সের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও বিনিয়োগকারীদের অবহিত করা।
৮. তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ৩০% শেয়ার ধারণ বাধ্যতামূলক করা।
৯. বিএসইসিকে ১০টি মিউচ্যুয়াল ফান্ড দ্রুত বাজারে আনতে হবে।
১০. যেসব কোম্পানি দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হবে, তাদের বোর্ড পুনর্গঠন করতে হবে।
১১. ফোর্স সেল (বাধ্যতামূলক শেয়ার বিক্রি) বন্ধ করতে হবে।
বিনিয়োগকারীরা জানান, এসব দাবি মানা না হলে পুঁজিবাজার আরও বিপর্যয়ের মুখে পড়বে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।