ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে বয়স লাগবে ৪৫ বছর
ছবি: সংগৃহীত
ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হওয়ার ন্যূনতম বয়স হবে ৪৫ বছর। স্বতন্ত্র পরিচালক হতে হলে অন্তত ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তাঁরা প্রতি মাসে স্থায়ী সম্মানী হিসেবে ৫০ হাজার টাকা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ব্যাংক-কোম্পানির ‘স্বতন্ত্র পরিচালক’ নিয়োগ, তাঁদের দায়িত্ব, কর্তব্য এবং সম্মানী সংক্রান্ত এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে।
ব্যাংক–কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা সম্পর্কে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডিত হতে পারবেন না কিংবা কোনো জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বা জড়িত নন, এমন নিশ্চয়তা থাকতে হবে। স্বতন্ত্র পরিচালক কর খেলাপি হতে পারবেন না। তিনি কোনো সময়ে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হননি।
এতে আরও বলা হয়, কোনো ব্যাংক বা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তির সাথে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনো ব্যক্তি উক্ত ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। ব্যাংক-কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের জন্য মনোনীত ব্যক্তির পরিবারের কোনো সদস্য সংশ্লিষ্ট ব্যাংক- কোম্পানির শেয়ার ধারণ করতে পারবেন না এবং উক্ত ব্যাংক-কোম্পানির কোনো লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।
এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত কোনো ব্যক্তি অন্য কোনো ব্যাংক-কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর আওতায় প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা উক্তরূপ কোম্পানিসমূহের কোনো সাবসিডিয়ারি কোম্পানির পক্ষে পরিচালক হিসেবে নিযুক্ত থাকতে পারবেন না।
তাছাড়াও মনোনীত স্বতন্ত্র পরিচালক এরূপ কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যা উক্ত ব্যাংক- কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানির উপর নিয়ন্ত্রণ, যৌথ নিয়ন্ত্রণ বা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে এরূপ কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।