শ্রীলঙ্কা ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিল
বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা।
আজ শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,৩১ আগস্ট রাতে দ্বিতীয় কিস্তিতে শ্রীলঙ্কা ১০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে। এর আগে, গত ১৭ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল শ্রীলঙ্কা। তিনি আরো বলেন, 'সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা পুরো অর্থ পরিশোধ করবে বলে আমরা আশাবাদী।'
এর আগে ২০২১ সালের আগস্টে মুদ্রা বিনিময় চুক্তিতে এই ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা, যা তিন মাসের মধ্যে পরিশোধের কথা ছিল।বাংলাদেশ ২০২১ সালে শ্রীলঙ্কাকে তিন কিস্তিতে এই ঋণ দিয়েছিল।
এক বছরের জন্য নেওয়া এই ঋণ পরিশোধের কথা ছিল গত বছরের সেপ্টেম্বরে। তবে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা ঋণ পরিশোধের জন্য সময় চায়। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ প্রতিবেশী দেশটিকে ঋণ পরিশোধের জন্য সময় দেওয়া হয় সেপ্টেম্বর পর্যন্ত।
ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে লাইবর (বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) হারের সঙ্গে আরও ১ দশমিক ৫ শতাংশ যোগ করে সুদ পরিশোধ করার কথা শ্রীলঙ্কার। সেই সুদ শ্রীলঙ্কা নিয়মিত পরিশোধ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
১৯ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার, ১১ দিন পর দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে আরও ৫০ মিলিয়ন ডলার দিয়েছিল।