বঙ্গবন্ধুর সমাধিতে এসআইবিএল কর্মকর্তাদের শ্রদ্ধা
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর নব নির্বাচিত চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় গিয়ে তারা এ শ্রদ্ধা জানান।
এ সময় ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, এসআইবিএল বঙ্গবন্ধু সমাধিসৌধ শাখার ব্যবস্থাপক সরদার তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা শেষে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫- এর ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এপি/