মূল্য সূচক ও শেয়ারের দাম ঊর্ধ্বমুখী
দেশের দুই পুঁজিবাজারেই সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। বুধবার (৫ জানুয়ারি) ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৬ হাজার ৯২৯ দশমিক ৯৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭৫ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৩ দশমিক ৬৮ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮টি কোম্পানির ৩২ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৩১৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ১২১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৪১৪ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২৬ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ৩০৪টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ২১৫টির, দর কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
টিটি/