পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেলে প্রবৃদ্ধি বাড়বে ২.৫%
পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল এ বছরই চালু হবে। এতে জিডিপির প্রবৃদ্ধি দুই থেকে আড়াই শতাংশ বাড়বে বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) শেরে-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে যুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন।
সভায় ১১ হাজার ২১১ কোটি টাকা ব্যয়ে আশ্রয়ন-২ সহ ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের নিজেদের ও বাইরের দুই আমলাতন্ত্রের কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। ফিজিবিলিটি স্টাডি করার পরও দাম বাড়ে, সময় বাড়ে, কেন সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন হয় না? তাহলে কনসালটেন্টরা কী করে? তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে প্রধানমন্ত্রী বলেছেন।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনায় দারিদ্রের হার বেড়েছে, এটা সত্য। তবে কত বেড়েছে তা বলা যাবে না। জনশুমারি ১০ বছর পর হবার কথা থাকলেও হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনায় অনেক কিছু পিছিয়েছে। এখানেও তার প্রভাব পড়েছে। দেরির কারণে সংশোধন করা হয়েছে। কোন শক্তির কারণে নয়। ক্রয় কমিটি ত্রুটি পেয়ে ফেরত দিয়েছে। মন্ত্রী হিসেবে এতে আমিও খুশি নয়। ব্যর্থতার দায় আমার উপর পড়ে।
‘তবে প্রধানমন্ত্রী বলেছেন, দেরি হোক তবে সঠিকভাবে কাজ ও ব্যয় যেন করা হয়,’ যোগ করেন তিনি।
এমএ মান্নান আরও বলেন, চট্রগ্রামেও মেট্রোরেল করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বড় শহর যেখানে বিমানবন্দর রয়েছে সে সব শহরের মধ্যেও মেট্রোরেল করতে হবে।
জেডেএ/এমএমএ/